Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৩০, ২০২৪

মহিলা খেলোয়াড়কে হেনস্থার অভিযোগ। তিন সদস্যের তদন্ত কমিটি গড়ল ভারতীয় ফুটবল ফেডারেশন

আরম্ভ ওয়েব ডেস্ক
মহিলা খেলোয়াড়কে হেনস্থার অভিযোগ। তিন সদস্যের তদন্ত কমিটি গড়ল ভারতীয় ফুটবল ফেডারেশন

ভারতীয় কুস্তির পর এবার ফুটবলে মহিলা খেলোয়াড়ের শ্লীলতাহানির ঘটনা। অভিযোগ খোদ ভারতীয় ফুটবল ফেডারেশনের এক কর্তার বিরুদ্ধে। ফেডারেশনের কার্যকরী কমিটির এক সদস্য নাকি দুই মহিলা ফুটবলারকে শারীরিকভাবে হেনস্তা করেছেন।

গোয়ায় চলছে ভারতীয় মহিলা ফুটবল লিগ ২–এর ম্যাচ। এই প্রতিযোগিতায় খেলছে হিমাচল প্রদেশের খাদ এফসি নামে একটা ক্লাব। খাদ এফসি–র দুই মহিলা ফুটবলার অভিযোগ করেছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের কানির্বাহী কমিটির সদস্য দীপক শর্মা বৃহস্পতিবার রাতে হোটেলের ঘরে তাঁদের লাঞ্ছিত করেছেন। শুক্রবার সকালে দুই ফুটবলার ফেডারেশনের কাছে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী দুই মহিলা ফুটবলার ঘটনার বিবরণ দিয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘‌বৃহস্পতিবার রাতের খাবার শেষ হওয়ায় আমরা ডিম সিদ্ধ করতে নিজ রুমে গিয়েছিলাম। এই কারণে দীপক শর্মা ক্ষুব্ধ হয়ে আমাদের ঘরে ঢুকে পড়েন। তিনি আমাদের চড় মারেন, শারীরিকভাবে লাঞ্ছিত করেন।’‌ পালক ভার্মা নামে এক ফুটবলার বলেন, বৃহস্পতিবার তাঁর পায়ে চোট লাগায় হোটেলের ঘরেই ডিম এনেছিলেন খাওয়ার জন্য। রাত সাড়ে ১০টা–১১টা নাগাদ হোটেলের কিচেনে যখন খাবার তৈরি হচ্ছিল, সেই সময় দীপক শর্মা আসেন এবং তাদের নিজের রুমে ডাকেন। সেখানে তাদের বকাঝকা শুরু করেন এবং ডিম ফেলে দিতে বলেন।

এরপর দীপক শর্মা দুই মহিলা ফুটবলারকে নিজের ঘরে ডাকেন। তিনি খুপ খারাপভাবে জিজ্ঞেস করেন, কেন ঘরে ডিম নিয়ে এসেছি। এরপরই দীপক শর্মা নাকি ওই দুই মহিলা ফুটবলারকে চড় মারেন। ওই সময় তিনি মদ্যপ অবস্থা  ছিলেন।

দীপক শর্মা হিমাচল প্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব ও ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রতিযোগিতা কমিটির ডেপুটি চেয়ারম্যান। দীপক শর্মার বিরুদ্ধে অভিযোগ করতেই দুই ফুটবলারকে হুমকি দেন তাঁর স্ত্রী নন্দিতা। তিনি আবার খাদ এফসি–র ম্যানেজার। দুই ফুটবলারকে দীপকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দেন।

অভিযোগ পেয়েই জরুরিভিত্তিতে বৈঠক ডাকেন ফেডারেশন প্রেসিডেন্ট কল্যান চৌবে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফেডারেশন। কমিটিতে রয়েছেন ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য তথা প্রাক্তন ফুটবলার পিঙ্কি বোমপাল মগর, রীতা জয়রথ, ও বিজয় বালি। পিঙ্কি বোমপাল কমিটির চেয়ারপার্সন। ৭ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!