Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৩, ২০২৩

আজ মহিলাদের আইপিএলের নিলামে নির্ধারিত হচ্ছে ২৪৯ জন ভারতীয় ক্রিকেটারের ভাগ্য

আরম্ভ ওয়েব ডেস্ক
আজ মহিলাদের আইপিএলের নিলামে নির্ধারিত হচ্ছে ২৪৯ জন ভারতীয় ক্রিকেটারের ভাগ্য

ভারতীয় মহিলা ক্রিকেটে আজকের দিনটা যুগান্তকারী দিন হিসেবে চিহ্নিত হতে চলেছে আজি অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের আইপিএলের প্রথম সংস্করণের নিলাম। ৪০৯ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে মোট ৯০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে।

মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অবস্থিত জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ২০২৩ মহিলাদের আইপিএলের নিলাম। ৪০৯ জন ক্রিকেটারের মধ্যে পাঁচটি ফ্র্যাঞ্চাইজিতে ৯০ জন ক্রিকেটার সুযোগ পাবেন। এক–একটা ফ্র‌্যাঞ্চাইজি সর্বোচ্চ ১২ কোটি টাকা খরচ করতে পারবে। মোট ২৪৬ জন ভারতীয় ক্রিকেটারকে নিলামে তোলা হবে। এই ২৪৬ জনের মধ্যে ১১ জন ভারতীয় ক্রিকেটার তাঁদের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা রেখেছেন। এরা হলেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, রেনুকা সিং, জেমিমা রডরিগেজ, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, স্নেহ রানা, ভারতের অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি বিশ্বকাপ দুই অধিনায়ক শেফালি ভার্মা এবং রিচা ঘোষ।

 ১৩ জন বিদেশী ক্রিকেটার নিজেদের ৫০ লক্ষ টাকার বেস প্রাইসে রেখেছেন। এদের মধ্যে রয়েছেন এদের মধ্যে রয়েছেন এলিসে পেরি, সোফি একলেস্টোন, সোফি ডিফাইন, ডিয়ান্ড্রা ডটিন, এলিসা হিলি, অ্যানেলিয়া কেরের মতো তারকা ক্রিকেটাররা। আর ৩০ জন ক্রিকেটার নিজেদের বেস প্রাইজ দেখেছেন ৪০ লক্ষ টাকা।

অ্যাসোসিয়েট দেশের ৮ ক্রিকেটেরসহ মোট ১৬৩ জন বিদেশী ক্রিকেটার নাম রয়েছে নিলামের তালিকায়। ৫ টি ফ্র‌্যাঞ্চাইজিতে সর্বাধিক ৩০ জন বিদেশী ক্রিকেটার জায়গা পেতে পারেন। অর্থাৎ প্রতিটা দল ৬ জন করে বিদেশি রাখতে পারবে। প্রতিটা ফ্র‌্যাঞ্চাইজি সর্বনিম্ন ১৫ জন এবং সর্বোচ্চ ১৮ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। কোনও ফ্র‌্যাঞ্চাইজি ১২ কোটি টাকার বেশি নিলামে খরচ করতে পারবে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!