Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২৪, ২০২৩

মহিলা ক্যারাটে খেলোয়াড়দের অশ্লীল ভাষা প্রয়োগ, অভিযোগ ছত্তিশগড় রাজ্য সংস্থার প্রেসিডেন্টের বিরুদ্ধে

আরম্ভ ওয়েব ডেস্ক
মহিলা ক্যারাটে খেলোয়াড়দের অশ্লীল ভাষা প্রয়োগ, অভিযোগ ছত্তিশগড় রাজ্য সংস্থার প্রেসিডেন্টের বিরুদ্ধে

ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ে বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন মহিলা কুস্তিগীররা। এই বিতর্কের মাঝে ক্রীড়াক্ষেত্রে আবার এক বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। ছত্তিশগড়ের গৌরেলা–পেন্দ্রা–মারওয়াহি জেলার মহিলা ক্যারাটে খেলোয়াড়রা রাজ্য ক্যারাটে সংস্থার প্রেসিডেন্টের বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহার করার অভিযোগ তুলেছেন।

জেলা কালেক্টরের কাছে জমা দেওয়া অভিযোগে ক্যারাটে খেলোয়াড়রা বলেছেন যে, গৌরেলা–পেন্দ্রা–মারওয়াহি জেলায় সরকারের রানি লক্ষ্মীবাই আত্মরক্ষা যোজনার অধীনে বেশ কিছু আদিবাসী ছাত্রী ক্যারাটে প্রশিক্ষক অশোক ভার্মার কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছিলেন। কিন্তু ছত্তিশগড় ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুশীল চন্দ্র তাদের গৌরেলা–পেন্দ্রা–মারওয়াহি জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের অফিস কর্মী মনোজ যাদব এবং পবন কাশ্যপের কাছ থেকে প্রশিক্ষণ নিতে বাধ্য করেন। খেলোয়াড়রা সুনীল চন্দ্রের বিরুদ্ধে ফোনে অশ্লীল ভাষা প্রয়োগ ও প্রকাশ করার অনুপযুক্ত ভাষা বলার অভিযোগ করেছে।

১৭ মে অভিযোগ পাওয়ার পর জেলা কালেক্টর প্রিয়াঙ্কা ঋষি মহোবিয়া তদন্তের জন্য ডেপুটি কালেক্টর রিচা চন্দ্রকারের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন। ক্যারাটে খেলোয়াড়রা সোমবার বিলাসপুর কালেক্টরের কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন। তারা দাবি করেছে যে, সুশীল চন্দ্র এবং রাজ্য ক্যারাটে সংস্থার সাধারণ সম্পাদক অবিনাশ শেঠি তাদের বাবা–মাকে বিলাসপুর জেলার রতনপুর–কোটা সড়কের ওপর একটা খাবারের দোকানে ডেকে তাদের অভিযোগ প্রত্যাহার করতে বলেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!