Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২০, ২০২৪

বোলপুরে বিজেপির প্রচারে সন্দেশখালির পাঁচ মহিলা

আরম্ভ ওয়েব ডেস্ক
বোলপুরে বিজেপির প্রচারে সন্দেশখালির পাঁচ মহিলা

তৃণমূলের ‘নির্যাতনের’ কাহিনি তুলে ধরে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপির সমর্থনে ভোট প্রচারে সন্দেশখালির ‘নির্যাতিতা’ মহিলারা। বোলপুর লোকসভা কেন্দ্রের অধীনে থাকা পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রামে আয়োজিত বিজেপির মহিলা মোর্চার সভায় সন্দেশখালির পাঁচ মহিলা তাদের উপর নির্যাতনের কাহিনি শোনালেন। নির্যাতনের করুণ কাহিনি শুনিয়ে তাদের দাবি, ‘বোলপুর লোকসভা এলাকার মহিলাদের তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করার সাহস জোগাতে স্বেচ্ছায় এখানে এসেছি।’

সংবাদমাধ্যমের সামনে সন্দেশখালি থেকে আসা মহিলারা সাফ জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হয়েও রাজ্যের  মেয়েদের সম্মান রাখতে পারছেন না।’ উপস্থিত বিজেপির মহিলা মোর্চার নেত্রী বুলবুল গোস্বামী বলেন, ‘তৃণমূলের অত্যাচার ও নির্যাতনের কথা এখানকার মহিলাদের বলবার জন্য ৫ জন মহিলা স্বেচ্ছায় সন্দেশখালি থেকে বোলপুর এসেছেন। বিজেপি প্রার্থীর হয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ভোট প্রচার করতে মহিলারা বিভিন্ন বিধানসভায় ঘুরছেন।’  এদিন বোলপুর লোকসভা কেন্দ্রের অধীনে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিধানসভার ক্ষীরগ্রামে বিজেপি মহিলা মোর্চার  সম্মান  সম্মেলনে সন্দেশখালির পাঁচ মহিলা হাজির হয়ে বক্তব্য রাখেন। সন্দেশখালির মহিলারা স্বেচ্ছায় এসেছেন বলে দাবি করে বলেন, তৃণমূলকে হঠাতে রাজ্যের যেখানে যেখানে যেতে হবে, সেখানেই যাব।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!