Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৫, ২০২৩

মহিলাদের আইপিএলে কলকাতার দল নেই, বেশি টাকার বিক্রি হল আমেদাবাদ

আরম্ভ ওয়েব ডেস্ক
মহিলাদের আইপিএলে কলকাতার দল নেই, বেশি টাকার বিক্রি হল আমেদাবাদ

মহিলাদের আইপিএলে কলকাতা থেকে কোনও দল নেই। কোনও সংস্থাই কলকাতার ফ্র‌্যাঞ্চাইজি নিয়ে আগ্রহ দেখায়নি। মহিলাদের আইপিএলে কর্পোরেট সংস্থাগুলি বেছে নিয়েছে দিল্লি, আমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু ও লখনউকে। সবথেকে বেশি টাকায় বিক্রি হয়েছে আমেদাবাদ, ১২৮৯ কোটি টাকায় এই ফ্র‌্যাঞ্চাইজি কিনেছে আদানি গ্রুপ।
এবছর মহিলাদের আইপিএল পাঁচটি দল নিয়ে অনুষ্ঠিত হবে। বুধবারই এই পাঁচটি দলের নাম ও মালিকানা ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। নিলামের মাধ্যমে এই ফ্র‌্যাঞ্চাইজিগুলি ঠিক করা হয়েছে। এর মধ্যে পুরুষদের আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কর্ণধাররা মহিলা আইপিএলেও দল কিনেছেন। পুরুষদের আইপিএলে দল কিনতে ব্যর্থ হওয়া আদানি গোষ্ঠী মহিলাদের আইপিএলে দল কিনতে সমর্থ হয়েছে।
মহিলাদের আইপিএলে সবচেয়ে বেশি দর উঠেছে আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির। আমেদাবাদের দলটি ১২৮৯ কোটি টাকায় কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। ৯১২.৯৯ কোটি টাকায় মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজি কিনেছে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। ৯০১ কোটি টাকায় বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড। দিল্লির মালিকানা জেএসডব্লু জিএমআর ক্রিকেট প্রাইভেট লিমিটেডের হাতে। আর ৭৫৭ কোটি টাকার বিনিময়ে লখনউয়ের ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে ক্যাপ্রি গ্লোবাল হোল্ডিংস প্রাইভেট লিমিটেড।
মহিলাদের আইপিএলে দল কেনার জন্য সব ফ্র‌্যাঞ্চাইজির মালিকদের ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি। তিনি বলেন, ‘‌যারা মহিলাদের আইপিএলে দল কিনেছে, কিনলেন তাদের ধন্যবাদ জানাই। এই লিগে ভারতীয় ও বিদেশি ক্রিকেটাররা অনেক কিছু শেখার সুযোগ পাবে। একইসঙ্গে নিজেদের আরও উন্নত করতে পারবে। এই লিগ মহিলা ক্রিকেটের ক্ষেত্রে তৃণমূলস্তরে বিকাশের পক্ষে সহায়ক হবে ’‌ বোর্ড সচিব জয় শাহ বলেন, ‘‌মহিলাদের ক্রিকেটে আজ এক ঐতিহাসিক দিন। মোট ৪৬৬৯.৯৯ কোটি টাকায় পাঁচটি দলের মালিকানা নিয়েছে বিভিন্ন সংস্থা। এতে স্পষ্ট এই লিগ নিয়ে বোর্ডের পরিকল্পনায় আস্থা রেখেছে সংস্থাগুলি।’‌ ৫টি দল কেনার জন্য ৩০ টি সংস্থা দরপত্র তুললেও শেষ পর্যন্ত লড়াইয়ে ছিল ১৬টি সংস্থা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!