- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ৮, ২০২৪
রাজ্যে মহিলা কারাবন্দীর লালসার শিকার, উদ্বিগ্ন হাইকোর্ট
রাজ্যের সংশোধনাগারে লালসার শিকার নারীরা, উদ্বেগ প্রকাশ হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের । ফৌজদারি মামলার শুনানির বেঞ্চে, এই বিষয়টির পরবর্তী শুনানির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ।
সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি আরসি লাহোটি দেশের বিভিন্ন সংশোধনাগারে বন্দিদের অমানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি লিখেছিলেন সুপ্রিম কোর্টে । দেশের শীর্ষ আদালত বিষয়টা স্বতঃপ্রণোদিত মামলা হিসাবে গ্রহন করে একটি নির্দেশ পাঠায় দেশের সমস্ত হাইকোর্টে । সেই নির্দেশে বিভিন্ন রাজ্যের সংশোধনাগারগুলিতে বন্দিদের সুযোগ সুবিধার বিষয়ে খতিয়ে দেখার কথা বলা হয় । কলকাতা হাইকোর্টের তরফে তাপস কুমার ভঞ্জকে বিষয়টি দেখার জন্য আদালত বান্ধব হিসাবে নিযুক্ত করা হয় ।
বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে রাজ্যের ১৯৬ মহিলা কারাবন্দীদের দুরবস্থার তথ্য উঠে আসে । আদালত বান্ধব জানান রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে লালসার শিকার মহিলারা । তাদের মধ্যে ১৯৬ জন সন্তানের জন্ম দিয়েছেন । সংশোধনাগারে যাওয়ার আগে এরা কেউই গর্ভবতী ছিলেন না ।
রাজ্যের কারা বিভাগের আইজি অজয় কুমার ঠাকুরের সঙ্গে তাপস ভঞ্জ রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে ঘুরেছেন । তাপস ভঞ্জ পরে হাইকোর্টকে তাঁর রিপোর্ট জানান, রাজ্যে ১৯৬ জন মহিলা কারা বন্দি অন্তঃসত্ত্বা । তাঁদের বেশিরভাগ অভিযোগ তাঁরা শারীরিক নির্যাতনের স্বীকার । তাপস ভঞ্জ আরও জানিয়েছেন, সম্প্রতি বাবলু পোলে নামে এক বন্দি, যিনি হাওড়া সংশোধনাগারে ছিলেন, তাঁকে অত্যাচার করার ফলে তাঁর মৃত্যু হয় । কিন্তু তাঁর দেহের ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করা হয়নি ।
আগামী সোমবার মামলাটি কলকাতা হাইকোর্টে শুনানি হবে । পাশাপাশি রাজ্য পুলিশকে কারারুদ্ধদের নিরাপত্তা, বিশেষত মহিলা বন্দীদের দিকে বাড়তি নজরদারির নির্দেশ দেন । পাশাপাশি সংশোধনাগারে আসার আগে মহিলা বন্দীরা অন্তঃসত্ত্বা কিনা, তাও পরীক্ষা করার নির্দেশ দেন ।
❤ Support Us