- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২৭, ২০২৪
কালনায় বিডিওর ঘরের সামনে হাতে থালা নিয়ে কাজের দাবি

তাঁতের কাজের অবস্থা ভালো নয়। মাঠে-জমিতে একসময় কাজ থাকলেও অত্যাধুনিক যন্ত্র আসার কারণে সেই কাজও প্রায় বন্ধের মুখে। এই পরিস্থিতিতে ’রোজগারও নেই, পেটে ভাত নেই’ শ্লোগান তুলে হাতে থালা নিয়ে, থালা বাজিয়ে বিডিওর ঘরের সামনে কাজের দাবি মহিলাদের। কালনা ১নং ব্লকের বিডিওর ঘরের সামনে ব্লকের বিভিন্ন গ্রামের জবকার্ডধারীরা রাজ্যের ‘কর্মশ্রী প্রকল্পে’ কাজের দাবিতে ডেপুটেশন দিলেন।
কালনা ১নং ব্লকে যেমন তাঁত শিল্প রয়েছে, তেমনই কৃষিজমিও রয়েছে। তবে হস্তচালিত তাঁতের কাজের অবস্থা ভালো নয়। অন্যদিকে জমিতে কাজ করা শ্রমিকদেরও তেমন কাজ নেই। তার উপর কেন্দ্র সরকারের ১০০ দিনের কর্মসংস্থান প্রকল্পও বন্ধ। ফলে তাঁত ও কৃষিকাজে যুক্ত থাকা মানুষজনের তেমন আয় নেই বললেই চলে। সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। মহিলারা জানান, ‘আমরা একসময় তাঁতের কাজ করতাম। লকডাউনের পর থেকে সব বন্ধ হয়ে গেছে। তাই একশো দিনের কাজ, কর্মশ্রী প্রকল্পে কাজের জন্য আবেদন জানাতে এসেছি।’ নেতৃত্বে থাকা রূপা সোরেন বলেন, ‘১০০ দিনের কাজ আড়াই বছর ধরে বন্ধ থাকায় জব কার্ড হোল্ডাররা সমস্যায় পড়েছেন। রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্প চালু করলেও তা আজও বাস্তবায়িত হয়নি। কাজ না থাকায় পেটে ভাত নেই।’ বিডিও সুপ্রতীক সাহা জানান, ‘স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তাদের যাতে কাজের সঙ্গে যুক্ত করা যায় সেই পরিকল্পনা করা হচ্ছে।’
❤ Support Us