Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ২৯, ২০২৪

মহিলাদের এশিয়া কাপে ভারতের আধিপত্যে থাবা বসিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

আরম্ভ ওয়েব ডেস্ক
মহিলাদের এশিয়া কাপে ভারতের আধিপত্যে থাবা বসিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

মহিলাদের এশিয়া কাপে ৮ বারের মধ্যে ৭ বার চ্যাম্পিয়ন। এবার চ্যাম্পিয়ন হলে ৮ বার খেতাব ঘরে উঠত। ভারতের আধিপত্যে থাবা বসাল শ্রীলঙ্কা। ভারতকে ৮ উইকেটে উড়িয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল শ্রীলঙ্কা।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। এদিনও ভাল শুরু করেছিলেন দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মানধানা। ওপেনিং জুটিতে ওঠে ৪৪। সপ্তম ওভারের দ্বিতীয় বলে আউট হন শেফালি। ১৯ বলে তিনি করেন ১৬। তিন নম্বরে নামা উমা ছেত্রী (৭ বলে ৯) স্মৃতিকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। অধিনায়ক হরমনপ্রীত কাউরও এদিন বড় রান করতে ব্যর্থ। ১১ বলে মাত্র ১১ রান করে সচিনি নিশানসালার বলে আউট হন। ১২ ওভারে ৮৭ রানে ৩ উইকেট হারায় ভারত।
হরমনপ্রীত আউট হওয়ার পর ক্রিজে নেমেই রানের গতি বাড়ানোর চেষ্টা করেন জেমাইমা রডরিগেজ। ১৭তম ওভারের প্রথম বলেই তিনি রান আউট হন। ১৬ বলে ২৯ রান করেন জেমাইমা। একই ওভারের পঞ্চম বলে ফিরে যান ওপেন করতে নামা স্মৃতি মান্ধানা। ১০টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ৬০ রান করেন তিনি। এরপর ঝড় তোলেন রিচা ঘোষ। ১৪ বলে ৩০ রান করে তিনি ভারতকে ১৬০ রানের গন্ডি পার করে দেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে ভারত।
জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্য খুব একটা সহজ ছিল না শ্রীলঙ্কার কাছে। তার ওপর দ্বিতীয় ওভারেই বিশ্মি গুনেরত্নেকে (১) হারিয়ে আরো চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। চামারি আটাপাট্টু ও হর্ষিতা মাধবীর জুটি শ্রীলঙ্কাকে চাপ থেকে বার করে নিয়ে আসেন। এই জুটি শ্রীলঙ্কার জয়ের ভিত গড়ে দেয়। দ্বাদশ ওভারের শেষ বলে চামারি আটাপাট্টুকে তুলে নেন দীপ্তি শর্মা। ৪৩ বলে ৬১ রান করে আউট হন আটাপাট্টু। এরপর শ্রীলঙ্কাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন হর্ষিতা ও কভিশা দিলহারি। ৮ বল বাকি থাকতে ২ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলে প্রথমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। শেষদিকে ঝড় তুলে ১৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন কভিশা। ৫১ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!