Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১৮, ২০২৪

দাপট চূর্ণ অসিদের, অস্ট্রেলিয়াকে উড়িয়ে মহিলাদের টি২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

আরম্ভ ওয়েব ডেস্ক
দাপট চূর্ণ অসিদের, অস্ট্রেলিয়াকে উড়িয়ে মহিলাদের টি২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গতবছর মহিলাদের টি২০ বিশ্বকাপে ফাইনালে উঠেও খেতাব আসেনি। অস্ট্রেলিয়ার কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এবার সেমিফাইনালে সেই অস্ট্রেলিয়াকে হারিয়েই মধুর প্রতিশোধ নিল দক্ষিণ আফ্রিকা। ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের উড়িয়ে দিল ৮ উইকেটে। দুরন্ত ব্যাটিং করে দলকে ফাইনালে তুললেন আনেকা বশ। ৪৮ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে তিনিই ম্যাচে সেরা। এই নিয়ে দ্বিতীয়বার মহিলাদের টি২০ বিশ্বকাপে ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা।
টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। চোট না সারায় এই ম্যাচেই অধিনায়ক অ্যালিসা হিলিকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। দলকে নেতৃত্ব দেন তাহলিয়া ম্যাকগ্রাথ। গ্রুপ পর্বে দুরন্ত ছন্দে থাকা অস্ট্রেলিয়া সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় রান তুলতে পারেনি। ৫ উইকেট হারিয়ে তোলে ১৩৪ রান। সর্বোচ্চ রান করেন বেথ মুনি (‌৪২ বলে ৪৪)‌। ২৩ বলে ৩১ রান করেন এলিস পেরি। তাহলিয়া ম্যাকগ্রাথ করেন ২৭ রান। দক্ষিণ আফ্রিকার আয়াবঙ্গা খাকা ২৪ রানে ২টি উইকেট নেন। মারিজানে কাপ ও ননকুলুলেকো ম্লাবা ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ২৫ রানেন মাথায় তাজমিন ব্রিৎসের (‌১৫ বলে ১৫)‌ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান লরা উলভার্ট ও অধিনায়ক আনেকে বশ। দুজনের জুটিতে ৯৬ রানে। অধিনায়ক লরা উলভার্ড ৩৭ বলে ৪২ রান করে আউট হন। ১৭.‌২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৫/‌২ রান তুলে ফাইনালে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ৪৮ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন আনেকা বশ। অস্ট্রেলিয়ার হয়ে অ্যানাবেল সাদারল্যান্ডই ২টি উইকেট নেন। এই প্রথম বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম জয় পেল দক্ষিণ আফ্রিকা।
২০০৯ সালে প্রথম মহিলা টি২০ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেবছর চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এরপর ২০১০, ২০১২ ও ২০১৪ সালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়। ২০১৬ সালে খেতাব জেতে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া রানার্স। এরপর ২০১৮, ২০২০ ও ২০২৩ সালে ফের টানা তিনবার চাম্পিয়ন অস্ট্রেলিয়া। মহিলা টি২০ বিশ্বকাপ জেতে অজিরা। ২০১০ থেকে ২০২৩ পর্যন্ত টানা ৭ বার ফাইনাল খেলেছে অস্ট্রেলিয়া। ১৫ বছর পর এবারই প্রথম ফাইনালে উঠতে পারল না অস্ট্রেলিয়া।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!