- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৫, ২০২৩
দীপ্তির ঘূর্ণিতে ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত
বল হাতে দারুণ ভাবেই চলে উঠলেন দীপ্তি শর্মা। তাঁর স্পিনের দাপটেই বেসামাল ইংল্যান্ড। ইংল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত। ভারতের ৪২৮ রানের জবাবে ১৩৬ রানেই প্রথম ইনিংস শেষ ইংল্যান্ডের। ২৯২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে তুলেছে ১৭৯/৬ রান।
প্রথম দিনের শেষে ৭ উইকেটে ৪১০ রান তুলেছিল ভারত। দ্বিতীয় দিন অবশ্য রান বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি ভারতীয় ব্যাটাররা। আগেরদিনে রানের সঙ্গে মাত্র ১৮ রান যোগ করেই শেষ হয় ভারতের প্রথম ইনিংস। দীপ্তি শর্মা ৬৭ রান করে আউট হন। ইংল্যান্ডের হয়ে লৌরেন বেল ও সোফিয়ে একলেস্টোন ৩ টি করে উইকেট নেন।
ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করার পর বল হাতেও জ্বলে ওঠেন দীপ্তি শর্মা। তাঁর স্পিনের সামনে খেই হারিয়ে ফেলেন ইংল্যান্ড ব্যাটাররা। যদিও ভারতকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন রেণুকা সিং। তৃতীয় ওভারে তুলে নেন ডাঙ্কলেকে (১১)। এরপর হিদার নাইটকে (১১) ফেরান পূজা বস্ত্রকার। বেউমাউন্ট ও স্কিভার-ব্রান্ট চাপ সামাল দেন। দলের ৭৯ রানের মাথায় রান আউট হন বেউমাউন্ট (১০)। ড্যানিয়েলে ওয়েটকে (১৯) ফেরানোর পর ইংল্যান্ডের ইনিংসে ধস নামান দীপ্তি শর্মা। একমাত্র লড়াই করেন স্কিভার-ব্রান্ট। ৭০ বলে ৫৯ রান করে তিনি স্নেহ রানার বলে বোল্ড হন। শেষ পর্যন্ত ৩৫.৩ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। দুরন্ত বোলিং করে ৫.৪ ওভারে ৪ মেডেনসহ ৭ রানে ৫ উইকেট তুলে নেন দীপ্তি শর্মা। ২৫ রানে ২ উইকেট পান স্নেহ রানা।
২৯২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত অবশ্য সুবিধা করতে পারেনি। যদিও ভাল শুরু করেছিলেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালী ভার্মা। ওপেনিং জুটিতে ওঠে ৬১ ২৬ রান করে আউট হন স্মৃতি। ৩৩ রান করেন শেফালী। যস্তিকা ভাটিয়া (৯) রান পাননি। জেমাইমা রডরিগেজ করেন ২৭, দীপ্তি শর্মা ২০। দ্বিতীয় দিনের শেষে ভারত তুলেছে ১৭৯/৬। অধিনায়ক হরমনপ্রীত কাউর৪৩ ও পূজা বস্ত্রকার ১১ রান করে ক্রিজে রয়েছেন।
❤ Support Us