- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ২, ২০২৪
মহিলাদের টি২০ বিশ্বকাপে দারুণ ছন্দে ভারত, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হারা দক্ষিণ আফ্রিকাকে

মহিলাদের টি২০ বিশ্বকাপে লিগ পর্বে মাঠে নামার আগে দারুণ ছন্দে ভারতীয় দল। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহজ জয়। এবার দক্ষিণ আফ্রিকাকে ২৮ রানে হারালেন হরমনপ্রীত কাউররা।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও টস ভাগ্য সাহায্য করেনি ভারতকে। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই ধাক্কা। দ্বিতীয় বলেই শেফালি ভার্মার (০) স্টাম্প ছিটকে দেন আয়াবোঙ্গা খাকা। চতুর্থ ওভারে ফিরে যান অধিনায়ক হরমনপ্রীত কাউর (১১ বলে ১০)। এরপর স্মৃতি মানধানা (২২ বলে ২১) দলকে কিছুটা এগিয়ে নিয়ে যান। নবম ওভারের শেষ বলে তিনি আউট হন। এক ওভার পরেই ফিরে যান জেমাইমা রডরিগেজ (২৬ বলে ৩০)। রিচা ঘোষ (২৫ বলে ৩৬) ও দীপ্তি শর্মার (২৯ বলে ৩৫) সৌজন্যে ২০ ওভারে ১৪৪/৭ রানে পৌঁছয় ভারত। দুরন্ত বোলিং করে ২৫ রানে ৫ উইকেট নেন আয়াবোঙ্গা খাকা।
জবাব দেওয়ার কাজটা ভালই শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে তোলো ৩৭। তাজমিন ব্রিটসকে (২৫ বলে ২২) তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ধাক্কা দেন আশা সোভানা। এরপর আনাকে বচকে (৩) ফেরান দীপ্তি শর্মা। লৌরা উলভার্ড ২৬ বলে ২৯ রান করে শ্রেয়াঙ্কা পাটিলের বলে বোল্ড হন। ক্লোয়ে ট্রায়রন ২০ বলে করেন ২৪। শেষ পর্যন্ত ২০ ওভারে ১১৬/৬ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকা। ২টি উইকেট নেন আশা সোভানা। এদিন হরমনপ্রীত কাউর ৯ জন বোলার ব্যবহার করেন। গ্রুপ পর্বে ভারতের প্রথম ম্যাচ ৪ অক্টোবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
❤ Support Us