- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৫, ২০২৪
মহিলাদের টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচেই হার ভারতের
মহিলাদের টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হল ভারতকে। হরমনপ্রীত কাউরের দলকে ৫৮ রানে হারাল কিউয়িরা। ভারতের বিরুদ্ধে এটাই সবথেকে বড় ব্যবধানে জয় নিউজিল্যান্ডের। চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিতে হল ভারতকে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিলেন দুই ওপেনার সুজি বেটস ও জর্জিয়া প্লিমার। ওপেনিং জুটিতে ৭.৩ ওভারে তুলে ফেলে ৬৭। ভারতকে প্রথম সাফল্য এনে দেন অরুন্ধতি রেড্ডি। তুলে নেন সুজি বেটসকে (২৪ বলে ২৭)। পরের ওভারেই প্লিমারকে (২৩ বলে ৩৪) ফেরান আশা সোভানা। দ্রুত ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। রান তোলার গতিও কমে যায়। দলকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান অ্যামেলিয়া কের ও অধিনায়ক সোফিয়ে ডিভাইন।
নিউজিল্যান্ড ইনিংসের ১৪ তম ওভারের শেষ বলে নাটক। রান আউট হয়েও আম্পায়ারের দাক্ষিণ্যে বেঁচে যান কের। দীপ্তি শর্মার বলে লং অফে বল ঠেলে ১ রান নিয়েছিলেন। এরপর দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা করেন। হরমনপ্রীত কাউর উইকেটকিপার রিচা ঘোষের দিকে বল ছোড়েন। কেরকে পরিস্কারভাবে আউট করেন রিচা। আউট ভেবে কের সাজঘরের দিকে হাঁটা দেন। তৃতীয় আম্পায়ারের নির্দেশে চতুর্থ আম্পায়ার মাঠে গিয়ে কেরকে বেরিয়ে আসতে নিষেধ করেন। আম্পায়ার ডেড বল ঘোষণা করেছেন, এই যুক্তিতে কেরকে আউট দেওয়া হয়নি। আম্পায়ারের কাছে প্রতিবাদ জানিয়েও লাভ হয়নি। যদিও কের বেশিক্ষণ স্থায়ী হননি। পরের ওভারে রেণুকা সিংয়ের দ্বিতীয় বলেই আউট হন কের (২২ বলে ১৩)। ব্রুক হ্যালিডে ১৬ রান করে আউট হন। দুরন্ত ব্যাটিং করে ৩৬ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সোফিয়ে ডিভাইন। ২০ ওভারে নিউজিল্যান্ড তোলে ১৬০/৪। রেণুকা সিং ২৭ রানে ২ উইকেট নেন।
ভারতও ভাল শুরু করেছিল। প্রথম ওভারেই তোলে ১১। দ্বিতীয় ওভারের প্রথম বলেই বিপর্যয়। আউট হন শেফালি ভার্মা (২)। দলীয় ২৮ রানের মাথায় ফেরেন স্মৃতি মানধানা (১৩ বলে ১২)। এরপর আর বড় জুটি গড়ে তুলতে পারেনি ভারত। পরপর আউট হন হরমনপ্রীত কাউর (১৪ বলে ১৫), জেমাইমা রডরিগেজ (১১ বলে ১৩), রিচা ঘোষ (১৯ বলে ১২), দীপ্তি শর্মারা (১৮ বলে ১৩)। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় ভারত। ১৯ রানে ৪ উইকেট নেন রোজমেরি মায়ির। ১৫ রানে ৩ উইকেট লিয়া তাহুহুর। ম্যাচের সেরা হয়েছেন সোফিয়ে ডিভাইন।
❤ Support Us