Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৬, ২০২৩

মহিলাদের টি২০ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচেও দারুণ জয় তুলে নিল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
মহিলাদের টি২০ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচেও দারুণ জয় তুলে নিল ভারত

পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে মহিলাদের টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও দারুণ জয় তুলে নিলেন হরমনপ্রীত কাউররা। শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারাল ৬ উইকেটে। ভারতের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন দীপ্তি শর্মা। বল হাতে ১৫ রানে ৩ উইকেট তুলে নেন তিনি। প্রথমে ব্যাট করে ১১৮/‌৬ তোলে ক্যারিবিয়ানরা। জবাবে ১৮.‌১ ওভারে ১১৯/‌৪ তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৩২ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন রিচা ঘোষ।

টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওভারেই ওয়েস্ট ইন্ডিজকে ধাক্কা দেন পূজা বস্ত্রকার। তাঁর বলে উইকেটের পেছনে রিচা ঘোষের হাতে ক্যাচ দিয়ে আউট হন ক্যারিবিয়ান অধিনায়ক হেইলে ম্যাথিউজ (‌২)‌। শুরুর ধাক্কা সামনে ওয়েস্ট ইন্ডিজকে টেনে নিয়ে যান স্টেফানে টেলর এবং সেমাইন ক্যাম্বেল। দুজনের জুটিতে ওঠে ৭৩ রান।

এই সময় মনে হচ্ছিল ভারতের ওপর বড় রানের ইনিংস চাপিয়ে দেবে ক্যারিবিয়ানরা। কিন্তু ১৪তম ওভারে পরপর ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তিন বলের ব্যবধানে সেমাইন ক্যাম্বেল (‌৩০)‌ ও স্টেফানে টেলরকে (‌৪২)‌ তুলে নেন দীপ্তি। পরের ওভারেই রান আউট হন চিনেল্লে হেনরি (‌২)‌। পরপর ৩ উইকেট হারিয়ে বড় রানের স্বপ্ন শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। চেডিন নেশনের (‌অপরাজিত ২১)‌ রানের সৌজন্যে ২০ ওভারে ১১৮/‌৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। শাবিকা গজনবি করেন ১৫। ১৫ রানে ৩ উইকেট নেন দীপ্তি শর্মা। ১টা করে উইকেট পান রেনুকা সিং ও পূজা বস্ত্রকার।

জয়ের জন্য ১১৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল ভারত। ৩.‌২ ৩২ রান তুলে ফেলেন দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। চতুর্থ ওভারের তৃতীয় বলে স্মৃতি মান্ধানাকে (‌১০)‌ তুলে নেন করিশ্মা রামহারক। পরের ওভারেই জেমাইমা রডরিগেজকে ফেরান হেইলি ম্যাথিউজ। অষ্টম ওভারের প্রথম বলে আউট হন শেফালি ভার্মা (‌২৩ বলে ২৮)‌।

শেফালি আউট হওয়ার পর ভারতকে টেনে নিয়ে যান অধিনায়ক হরমোনপ্রীত কাউর ও রিচা ঘোষ। এই জুটিই ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ১৮.‌১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৯ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৪২ বলে ৩৩ রান করে আউট হন হরমনপ্রীত। ৩২ বলে অপরাজিত ৪৪ রান করেন রিচা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট নেন করিশ্মা রামহারক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!