- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৫, ২০২২
মহিলাদের এশিয়া কাপের ফাইনালে চ্যাম্পিয়ন ভারত

চিত্র: আইসিসি টুইটার
পুরুষদের এশিয়া কাপে সুপার ফোর থেকেই ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মারা। পুরুষ দলের ব্যর্থতা ঢেকে দিলেন মহিলারা। মহিলাদের এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। এই নিয়ে ৭ বার চ্যাম্পিয়ন হল ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬৫/৯ তোলে শ্রীলঙ্কা। জবাবে ৮.৩ ওভারে ২ উইকেটে ৭১ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচের সেরা হলেন রেনুকা সিং। প্রতিযোগিতার সেরা দীপ্তি শর্মা।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দীপ্তি শর্মা, রেনুকা সিংদের দুর্দান্ত বোলিংয়ের সামনে শুরু থেকেই চাপে ছিলেন শ্রীলঙ্কার ওপেনাররা। ঝুঁকি নিয়ে রান নিতে গিয়ে তৃতীয় ওভারে রেনুকা সিংয়ের দুরন্ত থ্রো–তে রান আউট হন আতাপাত্তু (৬)। পরের ওভারেই চূড়ান্ত বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ৩ বলে হারায় ৩ উইকেট। তৃতীয় বলে হর্ষিতা মাধবীকে (১) তুলে নেন রেনুকা সিং। পরের বলে রান আউট হন অনুষ্কা সঞ্জীবনী (২)। পঞ্চম বলে হাসিনি পেরেরাকেও (০) ফেরান রেনুকা। ৪ ওভারের মধ্যেই ৯ রানে ৪ উইকেট হারিয়ে চূড়ান্ত বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। পরের দিকে কোনও ব্যাটার বিপর্যয় সামাল দিতে পারেননি। লোয়ার মিডল অর্ডারে ভাঙন ধরান রাজেশ্বরী গায়কোয়াড়। তিনি ফেরান নিলাক্ষী ডি সিলভা (৬) ও রানাসিংঘেকে (১৩)। অন্যদিকে, রেনুকা তুলে নেন কভিশা দিলহারিকে (১)। শেষ দুটি উইকেট তুলে নেন স্নেহ রানা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৬৫ রান তোলে শ্রীলঙ্কা। ২২ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন রণবীরা। ৫ রানে ৩ উইকেট নেন রেনুকা। ২টি করে উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড় ও স্নেহ রানা।
ভারতের সামনে জয়ের জন্য মাত্র ৬৬ রানের লক্ষ্য খাড়া করতে সমর্থ হয়। ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল ভারত। ৩ ওভারেই তুলে ফেলে ৩০। এরপরই ছন্দপতন চতুর্থ ওভারে রণবীরার বলে স্টাম্পড হন শেফালি ভার্মা (৫)। পরের ওভারেই কভিশা দিলহারির বলে বোল্ড হন জেমিমা রডরিগেজ (২)। দারুণ ব্যাটিং করে ভারতকে জয় এনে দেন স্মৃতি মানধানা। ২৫ বলে ৫১ রান করে তিনি অপরাজিত থাকেন। মারেন ৬টি ৪, ৩টি ৬। রনসিংঘেকে ৬ মেরে দলকে কাঙ্খিত জয় এনে দেন স্মৃতি। হরমনপ্রীত কাউর ১১ রান করে অপরাজিত থাকেন।
❤ Support Us