- এই মুহূর্তে দে । শ
- মার্চ ২৯, ২০২৩
তালিবানদের কবলে মতিউল্লাহ ! কাবুল থেকে গ্রেফতার নারীশিক্ষা বিস্তারে অগ্রণী সমাজকর্মী। বাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত কম্পিউটার, ফোন ও নথি,

তালিবানরা গ্রেফতার করল আফগানিস্তানের বিশিষ্ট সমাজকর্মী ৩০ বছর বয়স্ক মতিউল্লাহ ওয়েসাকে। মহিলাদের ভিতর শিক্ষাবিস্তারের ক্ষেত্রে মতিউল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন গত কয়েক বছর ধরেই। শিশুশিক্ষা বিস্তারেও নিরলসভাবে কাজ করছিল মতিউল্লাহের হাতে গড়া সংগঠন ‘পেন পাথ’।
গত এক দশক জুড়ে শিশু ও মহিলাদের ভিতর শিক্ষাবিস্তারের লক্ষ্যে আফগানিস্তানের জেলাগুলি পরিক্রমা করেছেন মতিউল্লাহ। নিজের হাতে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘পেন পাথ’কেও শক্তিশালী করে তুলেছেন। এমুহূর্তে ‘পেন পাথে’ স্বেচ্ছাসেবকের সংখ্যা ২ হাজার ৫০০জন। ‘পেন পাথ’ যে কাজটি করে থাকে মূলত, তা হল স্থানীয়স্তরে ক্লাসরুমের ব্যবস্থা করা, শিক্ষক-শিক্ষিকা খুঁজে বের করা, পড়ুয়াদের পাঠ্যবই থেকে শুরু করে খাতাকলমের জোগান দেওয়া।
তালিবানরা ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানে নারীর অধিকারে কোপ বসাচ্ছে তালিবান সরকার। নারীশিক্ষার অধিকার কার্যত স্থায়ীভাবে কেড়ে নেওয়া হয়েছে। সেকেন্ডারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত মেয়েদের প্রবেশ নিষিদ্ধ। হাজার হাজার মেয়ের জীবনে ঘোর অন্ধকার নেমে এসেছে তালিবান জমানায়।
আফগানভূমে ২০২১ সালে তালিবানদের নতুন করে আবির্ভাব হওয়ার পর থেকেই সেদেশের মহিলা সমাজ ক্রমাগত নিপীড়িত হয়ে চলেছে। মেয়েদের পোশাক-আশাকের ওপরও কঠোর নিয়ম জারি করেছে তালিবানরা। এমনকি পার্ক, জিম, সুইমিং পুলে মেয়েদের ঢোকা নিষিদ্ধ করেছে তালিবান প্রশাসন।
আফগানিস্তানের নারীদের কাছে প্রতিদিনই এখন আতঙ্কের । নাবালিকারা ব্যতিক্রম নয়। এই পরিস্থিতিতে মেয়েদের ভিতর মতিউল্লাহ সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছিলেন। গত সপ্তাহে তালিবানদের নারীশিক্ষা নীতির সমালোচনা করে টুইট করেছিলেন মতিউল্লাহ।
সংবাদ সংস্থার খবর, সোমবার মতিউল্লাকে গ্রেফতার করা হয়েছে কাবুল থেকে। তাঁর পরিবারের ঘনিষ্ঠ এক সদস্য জানিয়েছেন, তালিবানরা দুটি গাড়িতে চেপে এসেছিল। গ্রেফতারের পরে মাতিউল্লাকে একটি গাড়িতে তুলে নেয়। হাতকড়াও পরানো হয় ওঁকে। এছাড়া মতিউল্লাহের বাড়িতে ঢুকেও তল্লাশি চালিয়েছে তালিবানরা। কয়েকটি কম্পিউটার, ফোন ও নথি বাজেয়াপ্ত করা হয়েছে। মাতিউল্লার ভাইকেও আটক করেছিল তালিবানরা। পরে হুমকি দিয়ে ছেড়ে দিয়েছে।
❤ Support Us