Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৩, ২০২৩

পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে মহিলাদের টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে মহিলাদের টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত

চাপের মুখে দারুণ ব্যাটিং জেমিমা রডরিগেজ ও রিচা ঘোষের। এই দুই ব্যাটারের দাপটে পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে মহিলাদে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। প্রথমে ব্যাট করে পাকিস্তান তুলেছিল ১৪৯/‌৪। জবাবে ১৯ ওভারে ১৫১/‌৩ তুলে ম্যাচ জিতে নেয় ভারত। ৩৮ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন জেমিমা রডরিগেজ।। ৩০ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন রিচা ঘোষ।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বিসমা মারুফ। দ্বিতীয় ওভারেই ভারতকে সাফল্য এনে দেন দীপ্তি শর্মা। তাঁর বলে হরমনপ্রীত কাউরের হাতে ক্যাচ দিয়ে আউট হন জাভেরিয়া খান (‌৮)‌। এরপর ক্রিজে নেমেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন বিসমা মারুফ। সপ্তম ওভারে পাকিস্তানকে ধাক্কা দেন রাধা যাদব। তাঁর বলে মুনিবা আলিকে (‌১৪ বলে ১২)‌ দুর্দান্ত স্টাম্পড করেন রিচা ঘোষ। পরের ওভারে নিদা দারকে (‌০)‌ তুলে নিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দেন পুজা বস্ত্রকার। এরপর পাকিস্তানকে টেনে নিয়ে যাচ্ছিলেন বিসমা মারুফ ও সিদ্রা আমিন। ১৩তম ওভারের প্রথম বলেই সিদ্রা আমিনকে (‌১৮ বলে ১১)‌ জুটি ভাঙেন রাধা যাদব। রিভার্স সুইপ করতে গিয়ে তিনি রিচা ঘোষের হাতে ক্যাচ দেন। পাকিস্তানের রান তখন ৪ উইকেটে ৬৮।
এরপর দলকে টেনে নিয়ে যান বিসমা মারুফ ও আয়েশা নাসিম। জুটিতে ওঠে ৮১। এই জুটিই পাকিস্তানকে ১৪৯/‌৪ রানে পৌঁছে দেয়। ৫৫ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন বিসমা মারুফ। ২৫ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন আয়েশা নাসিম। ভারতের হয়ে ২১ রানে ২ উইকেট নেন রাধা যাদব।
জয়ের জন্য ১৫০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিলেন ভারতীয় দলের দুই ওপেনার। ওপেনিং জুটিতে ৩৮ রান তুলে ফেলেন শেফালি ভার্মা ও ইয়াস্তিকা ভাটিয়া। ওপেনিং জুটিতে ওঠে ৩৮। ২০ বলে ১৭ রান করে আউট হন ইয়াস্তিকা। শেফালি ভার্মা ‌২৫ বলে ৩৩ রান করে নাশরা সান্ধুর বলে আউট হন। এরপর দলকে টেনে নিয়ে যান জেমিমা রডরিগেজ ও হরমনপ্রীত কাউর। হরমনপ্রীতকে‌ তুলে নিয়ে ভারতকে চাপে ফেলে দেন নাশরা। ১২ বলে ১৬ রান করে আউট হন হরমনপ্রীত। এরপর ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন জেমিমা ও রিচা ঘোষ। ১৯ ওভারে ১৫১/‌৩ তুলে ম্যাচ জিতে নেয় ভারত। নাশরা সান্ধু ১৫ রানে ২ উইকেট নেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!