শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
খেতাব ধরে রাখার লড়াইয়ে প্রথম রাউন্ডে সহজ জয় পেলেন ভারতীয় বক্সার নিখাত জারিন। দিল্লিতে অনুষ্ঠিত মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫০ কেজি বিভাগে প্রথম রাউন্ডে আজারবাইজানের প্রতিপক্ষকে সহজেই উড়িয়ে দিয়েছেন এই বিশ্বসেরা বক্সার।
বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের কেডি যাদব হলে শুরু হয়েছে মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠে প্রথম রাউন্ডে দর্শকদের হতাশ করেননি গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন। প্রথম রাউন্ডে আজারবাইজানের আনাখানিয়াম ইসমামাইলোভাকে একেবারে দাঁড়াতেই দেননি। রক্ষণাত্মকভাবে শুরু করেছিলেন নিখাত জারিন। কিন্তু বিপক্ষের কৌশল বুঝতে তাঁর বেশিক্ষণ সময় লাগেনি। তারপর আর আটকানো যায়নি নিখাত জারিনকে। তিনি রেফারি স্টপ কনটেস্টের মাধ্যমে প্রথম রাউন্ডেই জয় তুলে নেন। নিখাতকে জয়ী ঘোষণা করার আগে দ্বিতীয় রাউন্ডে আজারবাইজানের ইসমাইলোভাকে তিনবার কাউন্ট দেওয়া হয়েছিল।
গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন হলেও নিখাত জারিনকে কোনও বাছাই তকমা দেওয়া হয়নি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার কাছে কোনও সমস্যা নয়। ড্রয়ের ক্ষেত্রে এটা হতেই পারে। যে কেউ বাছাইয়ের তকমা পেতেই পারে। আমার কাছে এটা কোনও ব্যাপার নয়। কিন্তু আমার ড্র ভাল হয়েছে। প্রতিযোগিতা যত এগোবে আরও শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হব।’ দ্বিতীয় রাউন্ডে নিখাত জারিন মোকাবিলা করবেন ২০২২ সালের আফ্রিকান চ্যাম্পিয়ন রৌমাসা বৌয়ালামের বিরুদ্ধে।
দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ সম্পর্কে নিখাত জারিন বলেন, ‘আমি ওকে চিনি। কিন্তু ওর বিরুদ্ধে কখনও খেলিনি। তবে আমি খুশি যে ভারতের প্রথম লড়াইয়ে আমি নেমেছিলাম।’ নিখাত জারিন ছাড়াও এদিন দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সাক্ষী মালিক। তিনি ৫২ কেজি বিভাগে ৫–০ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন কলম্বিয়ার মার্টিনেজ মারিয়া জোসকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের অভিষেক ম্যাচেই দুর্দান্ত দাপট দেখিয়েছেন এই ভারতীয় মহিলা বক্সার।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34