- প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ২৮, ২০২৩
বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জিতে ইতিহাসে নীরজ চোপড়া

অলিম্পিক থেকে শুরু করে ডায়মন্ড লিগ। বড় বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব অধরা ছিল নীরজ চোপড়ার কাছে। গতবছর রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতের এই জ্যাভেলিন থ্রোয়ারকে। এবার সেই অধরা মাধুরী স্পর্শ নীরজ চোপড়ার। অবশেষে প্রতীক্ষার অবসান। হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নীরজ। ছুঁড়েছেন ৮৮.১৭ মিটার। আর ৮৭.৮২ মিটার ছুঁড়ে রুপো জিতেছেন পাকিস্তানের আর্শাদ নাদিম।
প্রথম থ্রো ফাউল করে বসেন নীরজ চোপড়া। দ্বিতীয় থ্রো অতিক্রম করে ৮৮.১৭ মিটার। এই থ্রো–তেই তিনি শীর্ষে উঠে আসেন। তৃতীয় প্রয়াসে তিনি ছোঁড়েন ৮৬.৩২ মিটার। চতুর্থ ও পঞ্চম থ্রো ছিল যথাক্রমে ৮৪.৬৪ ও ৮৭.৭৩ মিটারের। আর শেষ থ্রো ছিল ৮৩.৯৮ মিটারের। রুপো জেতা পাকিস্তেনের আর্শাদ নাদিম দ্বিতীয় থ্রো–তে ছোঁড়েন ৮২.৮১ মিটার। তৃতীয় প্রয়াসে ৮৭.৮২ মিটার ছুঁড়ে নীরজের কাছাকাছি চলে আসেন। নাদিমের পরের থ্রো ছিল ৮৭.১৫ মিটার। রুদ্ধশ্বাস লড়াই করলেও অবশ্য নীরজকে আর টপকাতে পারেননি নাদিম।
২০ বছর আগে বিশ্ব অ্যাথলেটিক্সে মহিলাদের লং জাম্পে ব্রোঞ্জ জিতেছিলেন অঞ্জু ববি জর্জ। ১৯ বছরের খরা কাটিয়ে গতবছর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে দেশকে রুপো এনে দিয়েছিলেন নীরজ চোপড়া। এবার সোনা জিতে ইতিহাস গড়লেন। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে সোনা জয় নীরদের। বিশ্ব অ্যাথলেটিক্সে এই নিয়ে তিনটি পদক হল ভারতের।
পদক না পেলেও বিশ্ব অ্যাথলেটিক্সে চমক দিয়েছেন ভারতের আরও দুই জ্যাভেলিন থ্রোয়ার কিশোর জেনা ও ডিপি মনু। ৮৪.৭৭ মিটার ছুঁড়ে পঞ্চম হয়েছেন কিশোর জেনা। আর ৮৪.১৪ মিটার ছুঁড়ে ষষ্ঠ হয়েছেন ডিপি মনু। ৮৬.৬৭ মিটার ছুঁড়ে ব্রোঞ্জ জিতেছেন চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভালদেই। আর ইউরোপীয় চ্যাম্পিয়ন জুলিয়ান ওয়েবার ৮৫.৭৯ মিটার ছুঁড়ে চতুর্থ স্থান পেয়েছেন।
❤ Support Us