- মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ২৬, ২০২৩
বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ, সঙ্গে প্যারিসের টিকিট

জ্যাভেলিনে অলিম্পিক থেকে দেশকে আরও একটা সোনা কি এনে দিতে পারবেন নীরজ চোপড়া? প্যারিস অলিম্পিকের একবছর আগেই দেশবাসীকে স্বপ্ন দেখাতে শুরু করলেন ভারতের এই জ্যাভেলিন থ্রোয়ার। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শুধু ফাইনালেই পৌঁছলেন না, পেয়ে গেলেন ২০২৪ প্যারিস অলিম্পিকের ছাড়পত্রও। টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন। এবার নীরজের লক্ষ্য প্যারিস অলিম্পিক। তার আগে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে পদকের তালিকা আরও বাড়াতে চান।
শুক্রবার বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভেলিনে প্রথম থ্রো–তেই বাজিমাত নীরজ চোপড়ার। ৮৮.৭৭ মিটার ছু্ঁড়ে শুধু ফাইনালের ছাড়পত্রই পাননি, অলিম্পিকের যোগ্যাতাও অর্জন করেন। দুটি গ্রুপ থেকে ফাইনালে ওঠা ১২ জন প্রতিযোগীর মধ্যে প্রথম হয়েছেন নীরজ চোপড়া। নীরজ ছাড়াও ভারতের অন্য দুই প্রতিযোগী ডিপি মনু ও কিশোর জেনাও ফাইনালে উঠেছেন। ডিপি মনু ছুঁড়েছেন ৮১.৩১ মিটার। অন্যদিকে, কিশোর জেনা ছুঁড়েছেন ৮০.৫৫ মিটার।
নীরজ চোপড়া ছাড়া এখনও পর্যন্ত প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন পাকিস্তানের আর্শাদ নাদিম। তিনি ছুঁড়েছেন ৮৬.৭৯ মিটার। অলিম্পিকের যোগ্যতামান হল ৮৫.৫০ মিটার। ফাইনালে ওঠা বাকি প্রতিযোগীদের সামনে এখনও সুযোগ রয়েছে অলিম্পিকের যোগ্যতা অর্জন করার। টোকিও অলিম্পিক, ডায়মন্জ লিগে সোনা পেলেও বিশ্ব অ্যাথলেটিক্সে এখনও সোনা অধরা নীরজ চোপড়ার। গতবছর রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার সোনাকে পাখির চোখ করছেন।
ফাইনালে ওঠার পর নীরজ চোপড়া বলেন, ‘ইসরোর বিজ্ঞানীদের নিয়ে গোটা দেশ গর্বিত। তাঁদের এই সাফল্য আমাকেও শক্তি জুগিয়েছে। তাছাড়া বিশ্বকাপ দাবায় প্রজ্ঞানন্দর সাফল্যও আমাকে অনুপ্রানিত করেছে।’ ফাইনাল প্রসঙ্গে নীরজ বলেন, ‘টোকিওর পর বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জেতার সুযোগ। এর আগের বার রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার সোনা জিততে চাই। ফাইনালে সেরাটা দিতে চাই।’
❤ Support Us