Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • এপ্রিল ২৩, ২০২২

আজ বিশ্ব বই দিবস ।

পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং বইয়ের গুরুত্ব সম্পর্কেসকলকে সচেতন করতে প্রতি বছর এই বিশেষ দিনটি পালন করা হয় ।

আরম্ভ ওয়েব ডেস্ক
আজ বিশ্ব বই দিবস ।

পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং বইয়ের গুরুত্ব সম্পর্কেসকলকে সচেতন করতে প্রতি বছর এই বিশেষ দিনটি পালন করা হয় ।প্রতি বছর ২৩শে এপ্রিল পালন করা হয় বিশ্ব বই দিবস । জাতিসংঘের শিক্ষাগত, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) দ্বারা এমন একটি দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা পাঠ, প্রকাশনা এবং কপিরাইটিংয়ের প্রচার জনসমক্ষে বানিয়ে তোলে । প্রথম বিশ্ব বই দিবস ১৯৯৫ সালের ২৩ এপ্রিল পালিত হয়েছিল।

২৩ এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল কারণ এটি উইলিয়াম শেক্সপিয়ার এবং ইনকা গারসিলাসো দে লা ভেগার বিশিষ্ট লেখকের মৃত্যুবার্ষিকী ।

বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং বইয়ের গুরুত্ব সম্পর্কে মানুষকে আরও সচেতন করতে প্রতি বছর বিশ্ব বই ও কপিরাইট দিবস পালন করা হয়। বিশ্ব বই দিবস মহান বই এবং লেখকদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর একটি দিন। দেশে-বিদেশে এই দিনটি পালিত হয় নানা উৎসবের মধ্যে দিয়ে । অনেকেই এই বিশেষ দিনে বই পড়েই দিনটি পালন করেন বাড়ির মধ্যে থেকে । অনেকে আবার রাজপথে দাঁড়িয়ে বই পড়ে ও পড়িয়ে দিনটি পালন করেন । ছাত্ররা রাস্তায় পাঠ প্রদর্শন করেন । আজকাল মুঠোফোনেও ই বই পড়ার সুযোগ থাকায় পড়ুয়ারা বাসে, ট্রেনে চলতে চলতেও বই পড়ার সুযোগ পান । বিশ্ব বই দিবস উদযাপনকে আরও বিশেষ করে তুলতে বইপ্রেমী শিশু বা বন্ধুদের একটি ভাল বই উপহার দেওয়ার চলও শুরু হয়েছে।

গুটেনবার্গের ছাপাখানায় বই ছাপার কাজে ব্যস্ত গুটেনবার্গ ও তাঁর সহকর্মীরা ।

১৯৯৫ সালে, বিশ্বব্যাপী লেখক এবং বইকে শ্রদ্ধা ও সম্মান জানাতে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে এই দিনটিকে চূড়ান্ত করা হয়েছিল। গত বছর, ইউনেস্কো বিশ্ব বই দিবস ২০২১ উদযাপনের একটি অংশ হিসাবে বুক ফেস চ্যালেঞ্জের আয়োজন করেছিল। সেখানে জর্জিয়ার রাজধানী বিলিসিকে বিশ্ব বইয়ের রাজধানী হিসাবে বেছে নেওয়া হয়।

১৩০ মিলিয়নেরও বেশি বই রয়েছে বিশ্বে । বিশ্বে এখন পর্যন্ত মুদ্রিত দীর্ঘতম বাক্যটি ৮২৩ টি শব্দ নিয়ে তৈরি । বইয়ের বিখ্যাত ওয়েবসাইট গুডরিডার্স-এর সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৮০ মিলিয়ন । আইসল্যান্ডের মানুষজন পৃথিবীর অন্য যে কোনও মানুষের চেয়ে বেশি পড়েন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!