Advertisement
  • প্রচ্ছদ রচনা স | হ | জ | পা | ঠ
  • মার্চ ১৪, ২০২৩

গণিতে আর ভয় নয়, বিশ্ব পাই দিবসে সচেতনতার বার্তা অঙ্কশাস্ত্রবিদদের

আরম্ভ ওয়েব ডেস্ক
গণিতে আর ভয় নয়, বিশ্ব পাই দিবসে সচেতনতার বার্তা অঙ্কশাস্ত্রবিদদের

চিত্র : সংবাদ সংস্থা

সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে যে বিষয়গুলো ভীতিপ্রদ তাঁর মধ্যে গণিত অন্যতম। দুর্বল পড়ুয়াকে সহজ অঙ্ক বোঝাতে গিয়ে নাজেহাল হয়েছেন এমন শিক্ষকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু  গণিত সম্পর্কে  সঠিক ধারণা না থাকলে পৃথিবীর আকৃতি ও গঠন সম্পর্কে ধারণা অসম্পূর্ণ থেকে যাবে। তাই  এ বিষয়ে সম্যক ধারণা প্রয়োজন । বিশ্ব  গণিত  দিবস  পাই দিবস রূপে অধিক পরিচিত   তাই এমন দিনে অঙ্ক সম্পর্কে  সচেতনতার বার্তা দিলেন খ্যাতনামা গণিতশাস্ত্রবিদরা। এবছর থিম হল সকলের জন্য গণিত।

ইউক্লিডিয় জ্যামিতি অনুযায়ী π হল বৃত্তের পরীসীমা ও ব্যাসের অনুপাত। ১৭০৬ সালে  উইলিয়াম জোনস সর্বপ্রথম  পাই প্রতীকটির প্রচলন করেন। তবে এ প্রতীকটিকে জনপ্রিয় করেন সুইস গণিতবিদ লিওনার্দো ইউলার। পাই( π)র  গ্রিক  বর্ণমালার  ১৬ তম বর্ণ। যা περιφέρεια বোঝাতে ব্যবহৃত হয়। ইংরাজীতে এটিকে বলা হয় periphery বা পরিসীমা। প্রচলিত ধারণা হল, ইংরাজি পেরিফেরির সংক্ষিপ্ত রূপ হল পাই।

কেন ১৪ মার্চ দিনটিকে পাই দিবস রূপে পালন  করা হয় তা নিয়েও অঙ্কশাস্ত্রবিদরা  মজার এক ব্যাখ্যা দিয়েছেন। ১৪ মার্চ  তারিখ লেখার সময় ৩.১৪ লিখতে হয় যা হল পাইয়ের মান । সেই কারণে  ১৯৮৮ সালে  সানফ্রানসিসকোর একটি বিজ্ঞান জাদুঘরে পদার্থবিদ ল্যারি শ’ পাই (π) দিবসের উদযাপনের সূচনা করেন।  জাদুঘরের বৃত্তাকার একটি স্থানে  কর্মচারী ও দর্শনার্থীরা মিলে পাই আকৃতির কেক কেটে দিনটি উদযাপন করেন।   কর্মকর্তা ল্যারি শ এই দিবস উদযাপনের উদ্যোক্তা বলে তাকে ‘পাই-এর রাজপুত্র’ বলে অভিহিত করা হয়।

সারা বিশ্বে প্রত্যেক বছর পাই দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান আয়োজিত হয়। সাধারণত দুপুর ১টা ৫৯মিনিট ২৬ সেকেণ্ড থেকে পাই দিবস পালিত হয়য়। কারণ এ মুহুর্তটিকে পাই সেকেণ্ড বলা হয়। সমগ্র বিশ্বে ১৭০০ বেশি অনুষ্ঠানের আয়োজন  করা হয়েছে। বহু জায়গায় যেমন পাইয়ের মান  সম্পূর্ণ স্মরণে রাখাকে কেন্দ্র করে প্রতিযোগিতার চলছে তেমনি পিজার আকৃতি  নিয়েও প্রদর্শনী সাজানো হয়েছে। এছাড়াও গণিতের বিভিন্ন প্রতিযোগিতা , ম্যাজিক শো ইত্যদি তো রয়েছে। ১৪ মার্চ আপেক্ষিকতা তত্ত্বের জনক আইন স্টাইনের জন্মদিন। মহান দার্শনিক ও বিজ্ঞানীকে শ্রদ্ধা জ্ঞাপনেরস  এ এক অনন্য ভাবনা।

 

 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!