- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৩, ২০২৪
সর্বকনিষ্ট বিশ্বচাম্পিয়ন হয়ে অনন্য নজির ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশের

দাবায় আরও এক বিশ্বচ্যাম্পিয়ন পেল ভারত। বিশ্বনাথন আনন্দর পর বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ডি গুকেশ। তবে গুরুকেও ছাপিয়ে গেলেন শিষ্য। সর্বকনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়লেন বিশ্বনাথন আনন্দর ওয়েস্টব্রিজ আনন্দ চেস অ্যাকাডেমির এই ছাত্র। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব চ্যাম্পিয়নের স্বীকৃতি পেলেন ডি গুকেশ। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের শেষ রাউন্ডে কালো ঘুঁটি নিয়েও হারিয়ে দিলেন চীলেন গ্র্যান্ডমাস্টার ডিং লিরেনকে।
ত্রয়োদশ রাউন্ড শেষে দুই গ্র্যান্ডমাস্টারেরই পয়েন্ট ছিল ৬.৫। শেষ রাউন্ড ছিল নির্ণায়ক গেম। যে ৭.৫ পয়েন্টে পৌঁছতে পারবে, সে চ্যাম্পিয়ন। ম্যাচ ড্র বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণের জন্য টাইব্রেকারে গড়াত। ডি গুকেশ অবশ্য সেই সুযোগ দিলেন না। যদিও শেষ রাউন্ডে খেলতে নামার আগে কিছুটা সুবিধাজনক জায়গায় ছিলেন ডিং লিরেন। কারণ তিনি সাদা ঘুঁটি নিয়ে চতুর্দশ রাউন্ড খেলতে নেমেছিলেন। কালো ঘুঁটি নিয়েও বাজিমাত করে গেলেন গুকেশ।
সাদা ঘুঁটি নিয়ে খেললেও ডিং লিরেন জয়ের জন্য ঝাঁপাননি। বেশ সতর্কভাবে শুরু করেছিলেন। তাঁর খেলায় ড্রয়ের ইঙ্গিত মিলেছিল। লিরেন চেয়েছিলেন শেষ রাউন্ড ড্র করে খেতাবি লড়াই টাইব্রেকারে নিয়ে যেতে। কারণ, টাইব্রেকারে তিনি গুকেশের তুলনায় অনেকটাই দক্ষ। ম্যাচ যেভাবে এগোচ্ছিল, মনে হচ্ছিল ড্র–য়ের পথেই যাচ্ছে। কিন্ত কিন্তু ৫৩তম চাল দিতে গিয়ে মারাত্মক ভুল করে বসেন লিরেন। লিরেনের সেই ভুলের সুযোগ নিয়ে গুকেশ ক্রমশ চাপ বাড়াতে থাকেন। শেষ পর্যন্ত হার স্বীকার করে নেন লিরেন। ১ পয়েন্ট পেয়ে ৭.৫ পয়েন্টে পৌঁছে যান ডি গুকেশ।
সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আবেগ ধরে রাখতে পারেননি গুকেশ। কেঁদে ফেলেন। গুকেশের বাবার চোখেও জল। এরপর গুকেশ জড়িয়ে ধরলেন মনোবিদ প্যাডি আপটনকেও। সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন গুকেশ। ভেঙে দিলেন গ্যারি কাসপারভের রেকর্ড। ১৯৮৫ সালে রাশিয়ায় প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন গ্যারি কাসপারভ। তখন তাঁর বয়স ছিল ২২। গুকেশ ১৮ বছরে বিশ্ব দাবার খেতাব জিতে সেই নজির ভাঙলেন।
ভারতীয় দাবায় গুকেশের উত্থান উল্কার গতিতে। ৭ বছর বয়সে দাবা খেলা শুরু করেন গুকেশ। ভর্তি হন বিশ্বনাথন আনন্দর ওয়েস্টব্রিজ আনন্দ চেস অ্যাকাডেমিতে। ১ বছর পরেই অনূর্ধ্ব ৯ এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন। অনূর্ধ্ব ১২ স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় পাঁচটি সোনা জেতেন গুকেশ। মাত্র ১২ বছর ৭ মাস ১৭ দিন বয়সে গ্র্যান্ড মাস্টারের যোগ্যতা অর্জন করেন তিনি। ভারতের কনিষ্ঠতম ও বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম হিসেবে। ২৬ বছর পরে আনন্দকে টপকে ভারতের এক নম্বর দাবাড়ু হন গুকেশ। এবছর ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াইয়ে চীনের ডিং লিরেনের মুখোমুখি হন।
❤ Support Us