Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১০, ২০২৪

‌দ্বাদশ রাউন্ডে পরাজয়, খেতাবি লড়াইয়ে এগিয়ে থাকার সুবিধা হারালেন ডি গুকেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
‌দ্বাদশ রাউন্ডে পরাজয়, খেতাবি লড়াইয়ে এগিয়ে থাকার সুবিধা হারালেন ডি গুকেশ

একাদশ রাউন্ডে জিতে বিশ্বচ্যাম্পিয়নশিপ খেতাব জেতার দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন ডি গুকেশ। কিন্তু একদিনের বেশি সেই সুবিধা ধরে রাখতে পারলেন না এই ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার। দ্বাদশ রাউন্ডে ডি গুকেশকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপের খেতাবি লড়াইয়ে দুর্দান্তভাবে ফিরে এলেন চীনের গ্র‌্যান্ডমাস্টার ডিং লিরেন। একাদশ রাউন্ডে পরাজয়ের পর লিরেন বলেছিলেন, তিনি ফিরে আসবেনই। দ্বাদশ রাউন্ডে তিনি সেটাই করে দেখালেন।
দাবার বিশ্ব খেতাবি লড়াইয়ে জয় দিয়ে শুরু করেছিলেন ডিং লিরেন। দ্বিতীয় রাউন্ড ড্র হয়েছিল। তৃতীয় রাউন্ডে জিতে সমতা ফিরিয়েছিলেন ডি গুকেশ। এরপর টানা ৭টি রাউন্ড ড্র হয়। একাদশ রাউন্ডে গিয়ে জয় তুলে নেন গুকেশ। ৬–৫ পয়েন্টে এগিয়ে যান। দ্বাদশ রাউন্ডে দারুণভাবে প্রত্যাবর্তন করে আবার সমতা ফেরালেন ডিং লিরেন। এই মুহুর্তে দুজনেরই পয়েন্ট ৬।
একাদশ গেমে শুরু থেকেই ২৫ সেকেন্ডের মধ্যে আগ্রাসী চাল দিয়ে ডিং লিরেনকে চমকে দিয়েছিলেন গুকেশ। দ্বাদশ রাউন্ডে ঠিক উল্টো ছবি। এদিন সাদা ঘুঁটি নিয়ে খেলতে নেমেছিলেন লিরেন। সমতা ফেরাতে এতটাই মরিয়া ছিলেন, শুরু থেকেই আগ্রাসী মানসিকতা নিয়ে চাল দিতে থাকেন। লিরেনের আক্রমণাত্মক খেলার সামনে কিছুটা খেই হারিয়ে ফেলেন গুকেশ। আগের রাউন্ডগুলিতে দ্রুত চাল দিয়ে লিরেনকে সময়ের চাপে ফেলে দিয়েছিলেন এই ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার। দ্বাদশ রাউন্ডে ঠিক তার বিপরীত। এদিন লিরেনই দ্রুত চাল দিয়ে গুকেশকে চাপে ফেলে দেন।
শুরু থেকেই আগ্রাসী চাল দিতে থাকেন ডিং লিরেন। এদিন দ্রুত চাল দিয়ে ২৪ তম চালের পর সুবিধাজনক জায়গায় পৌঁছে যান। একসময় ১৫টা চাল দেওয়ার জন্য গুকেশের হাতে সময় ছিল ৭ মিনিট। এই কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেননি গুকেশ। ৩৬ চালের পর নিজের পরিণতি বুঝতে পারেন। শেষপর্যন্ত ৩৯ চালের পর পরাজয় মেনে নেন ডি গুকেশ। এদিন হারলেও ম্যাচে ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী এই ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার। তিনি বলেন, ‘‌এই মুহুর্তে দুজনের পয়েন্টই সমান। এখনও দুটো গেম বাকি রয়েছে। দুজনের সামনেই সুযোগ রয়েছে। আশা করছি লড়াই হবে।’‌ ১৪ গেমের প্রতিযোগিতায় যে আগে ৭.৫ পয়েন্টে পৌঁছবেন, তিনিই চ্যাম্পিয়ন হবেন। পয়েন্ট সমান হলে টাইব্রেকারের মাধ্যমে বিশ্বচ্যাম্পিয়ন নির্ধাতিত হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!