Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১২, ২০২৪

ত্রয়োদশ রাউন্ডে ড্র করে বিশ্বচ্যাম্পিয়নশিপের খেতাবি লড়াই কিছুটা হলেও পিছিয়ে গুকেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
ত্রয়োদশ রাউন্ডে ড্র করে বিশ্বচ্যাম্পিয়নশিপের খেতাবি লড়াই কিছুটা হলেও পিছিয়ে গুকেশ

উত্তেজক পরিণতির দিকে এগোচ্ছে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াই। এগিয়ে যাওয়ার সুবিধা ধরে রাখতে পারলেন না ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার ডি গুকেশ। বুধবার ত্রয়োদশ রাউন্ডের খেলা ড্র হওয়ার পর কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় চীনের গ্র‌্যান্ডমাস্টার ডিং লিরেন। ১৪ নম্বর ম্যাচে তিনি সাদা ঘুঁটি নিয়ে খেলবেন। এটাই তাঁকে বাড়তি সুবিধা দেবে।
সমানে সমানে লড়াই চললেও একাদশ রাউন্ডে গিয়ে এগিয়ে গিয়েছিলেন ডি গুকেশ। পরের রাউন্ডেই দুর্দান্ত প্রত্যাবর্তন ডিং লিরেনের। গুকেশকে হারিয়ে সমতা ফেরান। বিশ্রামের পর বুধবার ত্রয়োদশ রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন দুই গ্র‌্যান্ডমাস্টার। এদিন অবশ্য গুকেশের সামনে বেশ গুটিয়ে ছিলেন ডিং লিরেন। কারণ তিনি কালো ঘুঁটি নিয়ে লড়াই করছিলেন। একেবারেই আক্রমণের রাস্তায় যাননি।
গেমের মাঝামাঝি পর্যন্ত গুকেশ যথেষ্ট ভাল জায়গায় ছিলেন। কিন্তু ২৭ নম্বর চালে গিয়ে মারাত্মক ভুল করে বসেন। সেই সুযোগটাই নিয়ে নেন ডিং লিরেন। চাপ কাটিয়ে ম্যাচে ফিরে আসেন। এর পরেও গুকেশ জেতার জন্য বেশ কয়েকবার সুযোগ পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ৬৮ চালের পর দুই গ্রান্ডমাস্টারই ড্র করার সিদ্ধান্ত নেন। ১৩ রাউন্ড শেষে দুজনেরই পয়েন্ট ৬.‌৫।
আজ, বৃহস্পতিবার শেষ রাউন্ডের লড়াই। যিনি জিতবেন, তিনিই বিশ্বচ্যাম্পিয়ন। ম্যাচ ড্র হলে টাইব্রেকার। খেতাবি লড়াইয়ে অবশ্য গুকেশের থেকে কিছুটা হলেও এগিয়ে ডিং লিরেন। কারণ, শেষ রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে খেলবেন চীনের গ্র‌্যান্ডমাস্টার। যা তাঁকে বাড়তি সুবিধা দেবে। আর ম্যাচ টাইব্রেকারে গেলে, সেখানেও গুকেশের থেকে লিরেন অনেকটাই এগিয়ে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!