Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৩০, ২০২৪

ওপেনিংয়ে চমক লিরেনের, সামাল দিয়ে ‌চতুর্থ রাউন্ডে ড্র গুকেশের

আরম্ভ ওয়েব ডেস্ক
ওপেনিংয়ে চমক লিরেনের, সামাল দিয়ে ‌চতুর্থ রাউন্ডে ড্র গুকেশের

তৃতীয় রাউন্ডে দুর্দান্ত খেললেও চতুর্থ রাউন্ডে একটা ছোট্ট ভুল। আর সেই ভুলের মাশুল দিয়ে সুবিধাজনক জায়গা থেকেও দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে ডিং লিরেনের সঙ্গে ড্র করতে হল ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার ডোম্মারাজু গুকেশকে। চতুর্থ গেম ড্র হওয়ায় দুজনেই পেয়েছেন ০.‌৫ পয়েন্ট করে। চতুর্থ রাউন্ড শেষে দুজনের পয়েন্টই ২।
প্রথম রাউন্ডে হেরে পিছিয়ে পড়েছিলেন ডি গুকেশ। দ্বিতীয় রাউন্ড ড্র হয়েছিল। তৃতীয় রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ান ডি গুকেশ। জিতে সমতা ফেরান। বৃহস্পতিবার ছিল বিশ্রাম। বিশ্রাম কাটিয়ে শুক্রবার আবার লড়াইয়ে নেমেছিলেন দুই দাবাড়ু। এদিন কালো ঘুঁটি নিয়েও যথেষ্ট আগ্রাসী ছিলেন ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার। একসময় তিনি ১৬ মিনিট সময়ে এগিয়ে ছিলেন। কিন্তু ১৩ তম চাল দেওয়ার সময় ৩০ মিনিট সময় বেশি নিয়ে ডিং লিরেনকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন। লিরেন ধীরে ধীরে ম্যাচে ম্যাচে ফিরে আসেন। ২৮ তম চালের পর পরিস্কার হয়ে যায় ম্যাচ ড্রয়ের দিকে এগোচ্ছে। শেষপর্যন্ত ৪২ চালের পর দুজনই ড্র–তে সম্মত হন।
চতুর্থ রাউন্ডে ওপেনিংয়ে চমক দিয়েছিলেন ডিং লিরেন। বিপক্ষের ওপেনিংয়ে চমকে গিয়েছিলেন কিনা, এই প্রসঙ্গে গুকেশ বলেন, ‘‌এটা একেবারে নতুন ছিল না। এর আগেও এই ধরণের ওপেনিং দেখেছিলাম। তবে বোর্ডে এই ধরণের ওপেনিংয়ের মুখোমুখি হওয়া কিছুটা আশ্চর্যজনক ছিল।’‌ গুকেশ স্বীকার করেন যে এক পর্যায়ে তিনি চাপে পড়ে গিয়েছিলেন। কিন্তু গেম এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ড্রয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন।
অন্যদিকে ম্যাচের প্রসঙ্গে লিরেন বলেন, ‘‌তৃতীয় গেমে হারের ধাক্কার পর বিশ্রাম ছিল। এই বিশ্রাম আমাকে ইতিবাচক মানসিকতার সঙ্গে চতুর্থ রাউন্ডে বোর্ডে নামতে সাহায্য করেছিল।’‌ ওপেনিং কৌশল দিয়ে গুকেশকে অবাক ব্যাপারে লিরেন বলেন, ‘‌এটা কিছুটা কার্যকর হলেও, খুব বেশি সুবিধা পাইনি। কারণ গুকেশ এই কৌশলটি ভালভাবে মোকাবিলা করেছিল।’‌‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!