- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৪, ২০২৩
ক্যাপ্টেন’স ডে দিয়ে বিশ্বকাপের বোধন, চাপের কথা মেনে নিলেন রোহিত

বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ২০২৩ একদিনের বিশ্বকাপ। তার আগে আজ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল। আমেদাবাদে অনুষ্ঠিত হল ক্যাপ্টেন’স ডে। এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিশ্বকাপে অংশগ্রহনকারী ১০ দলের অধিনায়ক।
অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রবি শাস্ত্রী ও ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইওয়িন মর্গান। রবি শাস্ত্রী প্রথমে এক এক করে বিভিন্ন দলের অধিনায়কদের ডাকেন। প্রথমেই মঞ্চে আসেন হল্যান্ড অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও আফগানিস্তানের অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। এরপর একে একে আসেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান, শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনকা, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ভারত ও পাকিস্তানের অধিনায়ক রোহিত শর্মা ও বাবর আজম একসঙ্গে মঞ্চে প্রবেশ করেন। একেবারে শেষে আসেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ও নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
এরপর মঞ্চে রোহিত শর্মার কাছে প্রশ্ন করা হয়, শেষ তিনটি বিশ্বকাপে আয়োজক দেশ চ্যাম্পিয়ন হয়েছে। ঘরের মাঠের সুবিধা কি এগিয়ে রাখছে? এই প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘শেষ তিনটি বিশ্বকাপে আয়োজক দেশ চ্যাম্পিয়ন হয়েছে বলে এবারও চ্যাম্পিয়ন হবে, এটা মাথায় রাখছি না। সব দলই শক্তিশালী। আমাদের কাছে প্রতিটা ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। সব ম্যাচেই সেরাটা দিতে হবে। লম্বা প্রতিযোগিতা। একেকটা ম্যাচ ধরে এগোতে চাই।’
বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমি ভাগ্যবান যে এইরকম একটা দলকে নেতৃত্ব দিতে পারছি। ঘরের মাঠে বিশ্বকাপ খেলাটা সবসময়ই চাপের। আমরা প্রত্যেকেই এই চাপ নিতে অভ্যস্ত। তবে ঘরের মাঠই হোক কিংবা বাইরের মাঠ, সব জায়গাতেই দেশের হয়ে খেলাটা চাপের। বিশ্বকাপের জন্য আমরা ভাল প্রস্তুতি নিয়েছি। মাঠে পরিকল্পনাগুলি ঠিকঠাক কাজে লাগাতে হবে।’
ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। রোহিত অবশ্য পাকিস্তান ম্যাচকে আলাদা করে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, ‘বিশ্বকাপ বিশাল প্রতিযোগিতা। ১১টা ম্যাচ খেলতে হবে। সব ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। তবে প্রতিযোগিতার প্রথম দুটি ম্যাচ বেশি গুরুত্বপূর্ণ। এই দুটি ম্যাচেই টিম কম্বিনেশন তৈরি করে নিতে হবে। পাকিস্তান ম্যাচ নয়, আমাদের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া ম্যাচ।’
❤ Support Us