Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৭, ২০২৩

‌শচীনের কথা মাথায় রেখে বিশ্বকাপ অভিযানে নামছেন রোহিত

আরম্ভ ওয়েব ডেস্ক
‌শচীনের কথা মাথায় রেখে বিশ্বকাপ অভিযানে নামছেন রোহিত

এবছর অনেকের কাছেই জীবনের শেষ বিশ্বকাপ হতে চলেছে। রোহিত শর্মা তো বটেই, বিরাট কোহলিও হয়তো জীবনের শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামিরাও রয়েছেন তালিকায়। দলের বাকি ক্রিকেটারদের সামনে সুযোগ থাকলেও কোহলিদের কাছে বিশ্বকাপ জেতার এটাই শেষ সুযোগ। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক মুকুট মাথায় উঠেছে। কিন্তু বিশ্বকাপ না জিতলে ক্রিকেটজীবন অসম্পূর্ণ থেকে যাবে। সেই কথাই শোনা গেছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার মুখে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামার আগে শচীন তেন্ডুলকারের উদাহরণ তুলে ধরে রোহিত বলেন, ‘‌ক্রিকেটের কিংবদন্তীর কথা নিশ্চয় সকলের মনে রয়েছে। তিনি বলতেন, বিশ্বকাপ না জিতলে ক্রিকেটজীবন অসম্পূর্ণ থেকে যাবে। আমরা কিংবদন্তীর কথাটা সবসময় মাথায় রাখছি। বিশ্বকাপ জিততে চাই।’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছেন। টি২০ বিশ্বকাপেও। একদিনের বিশ্বকাপে এই প্রথম দেশের নেতৃত্বের ব্যাটন তাঁর হাতে। পারবেন কি কপিলদেব, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে নিজেকে একই আসনে বসাতে?‌
বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়াটা তাঁর কাছে গর্বের। দুর্দান্ত সম্মানের। ৪ অক্টোবর ক্যাপ্টেনস ডে–তেও তাঁর মুখে এই কথা শোনা গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে একই কথার পুনরাবৃত্তি। রোহিত বলেন, ‘‌বিশ্বকাপ খেলা ও বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়াটা আমার কাছে দারুণ সম্মানের, গর্বের। এর আলাদা গুরুত্ব আছে। বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়ার অনুভূতি প্রকাশ করার ভাষা আমার জানা নেই। হ্যাঁ, ঘরের মাঠে বিশ্বকাপ খেলার চাপ থাকবে। সেটা মাথায় নিয়েই মাঠে নামতে হবে।’‌
বিশ্বকাপে মাঠে নামতে আর ২৪ ঘন্টাও বাকি নেই। শুভমান গিলকে নিয়ে এখনও ধোঁয়াশা। শুক্রবার রাহুল দ্রাবিড় বলেছিলেন, ‘‌শুভমান আগের থেকে ভাল আছে। ওকে শেষ মুহূর্তে দেখে সিদ্ধান্ত নেব।’‌ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে রোহিত বলেন, ‘শুভমানকে নিয়ে উদ্বেগের কিছু নেই। যদিও ও অসুস্থ। মানুষ হিসেবে চাই শুভমান দ্রুত সুস্থ হয়ে উঠুক। কালকের ম্যাচে খেলুক। কিন্তু সে সম্ভাবনা কম। তবে আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবে।’‌ ‌টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ধোঁয়াশা রাখা হলেও একটা কথা মোটামুটি পরিস্কার, প্রথম দুটি ম্যাচে নেই শুভমান গিল। পাকিস্তানের বিরুদ্ধেই বিশ্বকাপ অভিযান শুরু করতে হবে তাঁকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!