শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
রাশিয়ার আগ্রাসন নীতির তীব্র নিন্দাজনক বললেন--- জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লয়েন এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি ।
আশঙ্কাই সত্য হয়ে উঠল । ইউক্রেনে প্রায় তিন দিক থেকে ঝাপিয়ে পড়ল রাশিয়া। পুতিনের আদেশের প্রায় সঙ্গে সঙ্গে আকাশপথে এবং স্থলে রুশ সেনার আক্রমন চলছে । ইউক্রেনের নৌঘাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত। রাশিয়ার একটি যুদ্ধ বিমান উড়িয়ে দিয়েছে ইউক্রেন সেনারা । মার্কিন প্রেসিডেন্ট গত কয়েকদিন ধরে বলে যাচ্ছেন, রাশিয়ার ইউক্রেন আক্রমন আসন্ন । ইতিমধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুটি দেশের স্বাধীনতাকে স্বীকূতি দিয়ে বসলেন পুতিন । তখনই তার গোপন কৌশল প্রকাশ্যে বেরিয়ে আসে।
আজ বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে । আকাশপথে হামলার পাশাপাশি সীমান্তে ইউক্রেন পেরিয়ে ঢুকে পড়ল রুশ পদাতিক সেনা । মুর্হুমুহু এয়ার স্ট্রাইকে ধ্বংস ইউক্রেনের এয়ারবেস। ধ্বংস একের পর এক সেনা ঘাঁটি। প্রশাসন সূত্রে ইতিমধ্যেই সাতজনের মৃত্যুর খবর মিলেছে, জখম ৯ ।
আছড়ে পড়ছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। কাঁপছে ইউক্রেন। কিয়েভ, খারকিভে সহ ১১টি শহর থেকে আসছে একের পর এক বিস্ফোরণের আওয়াজ। যদিও রাশিয়ার তরফে জানানো হয়েছে, তারা জনবহুল জায়গায় আক্রমণ করছে না। তবে দুটি শহরের দখল নিয়েছে রুশ সেনা। হামলার মুখে ইউক্রেনের লুগানস্কের দুটি শহর সেনার হাতে আত্মসমর্পণ করেছে। তবে প্রত্যাঘাতে ইউক্রেন রাশিয়ার পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার গুলি করে নামিয়েছে।
ইউক্রেনের পক্ষে রাশিয়াকে আটকানো সম্ভব নয় । আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন চুপ করে বসে থাকবে না। সরাসরি ইউক্রেনের পাশে দাঁড়ানোর সম্ভাবনা ব্যাপক ।এরই মধ্যে এ ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লয়েন বলেছেন, ইউরোপে আবারও যুদ্ধ নিয়ে এসেছেন পুতিন। রাশিয়ার অর্থনৈতিক ভিত্তি এবং এর আধুনিকীকরণের সক্ষমতা দুর্বল করার জন্য ব্যাপক নিষেধাজ্ঞার একটি প্যাকেজ প্রস্তাব করবেন তিনি।
জার্মান সরকারের একজন মুখপাত্র বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসে । তিনি পূর্ব ইউরোপের দেশটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে জার্মান অর্থমন্ত্রী রবার্ট হাবেক বলেছেন, ‘যুদ্ধকে ঘিরে ইতিহাসের এইরকম পুনঃরাবৃত্তি অভিপ্রেত নয় । এই সময় দাঁড়িয়ে এই ধরণের সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের পরিপন্থী ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘তিনি রাশিয়ার অপ্রোরচিত হামলায় আতঙ্কিত। ব্রিটেন এই হামলার যথাপোযুক্ত জবাব দেবে।’ ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার হামলা অযৌক্তিক। এর তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য আমরা ইউরোপীয়ান এবং ন্যাটো মিত্রদের সঙ্গে বসে দ্রুত সিদ্ধান্ত নিতে চলেছি । আমরা অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেব ।
পোলিশ সরকারের মুখপাত্র পিতর মুলার বলেছেন, ‘ন্যাটোর পশ্চিম ফ্লাঙ্ককে পূর্ণগঠনের এখনই সময়। আমরা আশা করছি এমন সিদ্ধান্ত নেওয়া হবে।’
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় ফ্রান্স। রাশিয়াকে দ্রুত তাদের সামরিক অভিযান বন্ধ করতে হবে। ফ্রান্স সহমর্মি, ইউক্রেনেরবাসীর পাশে দাঁড়াবে।’
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34