Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১২, ২০২৪

‌পথ দুর্ঘটনায় মারা গেলেন ম্যারাথনের বিশ্ব রেকর্ডধারী কেলভিন কিপটাম

আরম্ভ ওয়েব ডেস্ক
‌পথ দুর্ঘটনায় মারা গেলেন ম্যারাথনের বিশ্ব রেকর্ডধারী কেলভিন কিপটাম

জীবদ্দশায় ১ বছরের বেশি বিশ্বরেকর্ড উপভোগ করতে পারলেন না কেলভিন কিপটাম। এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গেলেন ম্যারাথনের বিশ্ব রেকর্ডধারী কেনিয়ার এই দৌড়বিদ। মাত্র ২৪ বছর বয়সেই চলে গেল পরলোকে। কেলভিন কিপটামের সঙ্গে প্রাণ হারিয়েছেন তাঁর কোচ গারভাইস হাকিজিমানাও। কেনিয়ার স্থানীয় সময় রাত ১১টায় ওয়েস্টার্ন কেনিয়ায় তাঁদের গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনাস্থলেই দুজনই প্রাণ হারান।

কিপটাম নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। কোচ হাকিজিমানা ছাড়া গাড়িতে একজন মহিলাও ছিলেন। গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দ্রুত পুলিশ ছুটে আসে। কিপটাম ও তাঁর কোচকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যায়। মহিলার অবস্থাও আশঙ্কাজনক। ওয়েস্টার্ন কেনিয়ার এলগেয়ো মারাকেট কাউন্টির পুলিশ কমান্ডার পিটার মুলিঙ্গে জানিয়েছেন, ‘‌গাড়িতে তিনজন ছিলেন। কিপটাম ও তাঁর কোচ দুর্ঘটনা স্থলেই মারা যান। একজন মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’‌

গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২ কিলোমিটারের শিকাগো ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়েন কিপটাম। ২ ঘণ্টা ৩৫ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন। ভেঙে দিয়েছিলেন স্বদেশি এলিউড কিপচোগের রেকর্ড। কিপচোগের রেকর্ড ছিল ২ ঘন্টা ১ মিনিট ৯ সেকেন্ড। ২০২৪ প্যারিস অলিম্পিকেও অংশ নেওয়ার কথা ছিল কিপটামের। কিন্তু শেষ পর্যন্ত স্বপ্নপূরণ হওয়ার আগেই পৃথিবী ছেড়ে চলে যেতে হল কেনিয়ার এই দৌড়বিদকে।

বছর দশেক আগে পশুচারণ করতেন কিপটাম। রুয়ান্ডার হাকিজিমানার সংস্পর্ষে এসে দূরপাল্লার দৌড়ে মনোযোগ দেন। ২০১৯ সালে কোপেনহেগেনে ও ফ্রান্সের বেলফোর্টে দুটি হাফ ম্যারাথনে অংশ নেন কিপটাম। দুটি ম্যারাথনে সময় নিয়েছিলেন ৬০ মিনিট ৪৮ সেকেন্ড ও ৫৯ মিনিট ৫৩ সেকেন্ড। কিপটাম অচিরেই পৃথিবী থেকে বিদায় নেওয়ায় শোকস্তদ্ধ ক্রীড়ামহল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!