Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৪, ২০২৩

আগামী দিনে আরো বড়ো অতিমারীর আশঙ্কা, সতর্কতা জারি হুর

আরম্ভ ওয়েব ডেস্ক
আগামী দিনে আরো বড়ো অতিমারীর আশঙ্কা, সতর্কতা জারি হুর

করোনা আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে গোটা বিশ্ব। তারই মাঝে পরবর্তী অতিমারির জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। সতর্কতা জারি করে তিনি বলেছেন, কোভিড-১৯ এর থেকেও আরো মারাত্মক রোগের কবলে পড়বে সমগ্র দুনিয়া। সমবেতভাবে তার মোকাবিলা করতে এখন থেকেই তৈরি হতে হবে।

৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে মঙ্গলবার একটি রিপোর্ট পেশ করেন গেব্রেসিয়াস। তিনি বলেছেন, আপাত দৃষ্টিতে কোভিডের প্রকোপ শেষ হয়ে গেছে বলে মনে হলেও বিষয়টি তেমন নয়। আর একটি উপরূপ হানা দিতে পারে। যা বাড়িয়ে তুলবে,  আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। ছড়িয়ে পড়তে পারে, করোনার চেয়েও ভয়ানক ভাইরাস। তাঁর মতে, পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন থেকে বিপর্যয় ঠেকাতে আগাম প্রস্তুতি নেওয়া দরকার। আর তার মোকাবিলা করতে প্রয়োজন যৌথ উদ্যোগ ।

করোনার প্রকোপে  তিন বছরে বহু মানুষ মারা গিয়েছেন, আক্রান্ত হয়েছেন আরো অনেক।সম্প্রতি,  কয়েক মাসে, কোভিড অতিমারি শেষ হয়েছে বলে সাধারণ মানুষের মধ্যে অনেকেরই নিশ্চিন্ত মনোভাব দেখা দিয়েছে।  এমতাবস্থায় নতুন বিপর্যয়ের আগাম সতর্ক বার্তা দিল  বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গা ছাড়া মানসিকতা ছেড়ে  সাধারণ মানুষ কতটা সচেতন হবেন তা অবশ্য  সময় সাপেক্ষ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!