- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২১, ২০২৪
বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে জোড়া সোনা সুমিত ও মারিয়াপ্পান

জাপানের কোবেতে অনুষ্ঠিত বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আগের দিন বিশ্বরেকর্ড গড়ে দেশকে সোনা এনে দিয়েছিলেন দীপ্তি জীবনজি, একতা ভয়ান। মঙ্গলবার দেশের মুখ উজ্জ্বল করলেন সুমিত আন্টিল, মারিয়াপ্পান থাঙ্গাভেলু। পুরুষদের এফ৬৪ জ্যাভেলিন থ্রো–তে সোনা জিতেছেন সুমিত আন্টিল। অন্যদিকে, পুরুষদের টি৬৩ হাইজাম্পে সোনা জিতেছেন মারিয়াপ্পান। চলতি প্রতিযোগিতায় ভারতের ঘরে এখনও পর্যন্ত ৪টি সোনা এল।
পুরুষদের এফ ৬৪ জ্যাভেলিন ইভেন্টে ৬৯.৫০ মিটার থ্রো করে সোনা জিতেছেন সুমিত আন্টিল। এই বিভাগে রুপো জিতেছেন ভারতেরই সন্দীপ। আর ব্রোঞ্জ জিতেছেন শ্রীলঙ্কার দুলান কোডিথুওয়াক্কু। ২০২৩ সালে হাংঝৌ এশিয়ান প্যারা গেমসে এফ৬৪ জ্যাভেলিন থ্রো ইভেন্টে ৭৩.২৯ মিটার ছুঁড়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন সুমিত আন্টিল।
অন্যদিকে, মারিয়াপ্পান থাঙ্গাভেলু পুরুষদের হাই জাম্পের টি৬৩ ফাইনালে ১.৮৮ মিটার লাফিয়ে চ্যাম্পিয়নশিপ রেকর্ড ভেঙে সোনা জিতেছেন। রুপো ও ব্রোঞ্জ জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এজরা ফ্রেচ এবং স্যাম গ্রেউ। দুজন লাফিয়েছেন যথাক্রমে ১.৮৫ ও ১.৮২ মিটার আদের দিন দীপ্তি জীবনজির সঙ্গে সোনা জিতেছিলেন একতা ভয়ান। মহিলাদের এফ৫১ ক্লাব থ্রোতে মরশুমের ২০.১২ মিটার থ্রোতে সোনা জিতেছিলেন। ১৪.৫৬ মিটার ছুড়ে রুপো জেতেন ভারতেরই কাশিশ লাকরা। এখনও পর্যন্ত ভারতের ঘরে এসেছে ৪টি করে সোনা ও রুপো এবং ২টি ব্রোঞ্জ।
❤ Support Us