- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২০, ২০২৪
বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে রেকর্ড গড়ে সোনা দীপ্তির, পেলেন প্যারিস প্যারালিম্পিক্সের ছাড়পত্রও

ইতিহাস গড়লেন ভারতের প্যারা অ্যাথলিট দীপ্তি জীবনজি। জাপানের কোবেতে অনুষ্ঠিত বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে দেশকে সোনা এনে দিয়েছেন এই ভারতীয় মহিলা প্যারা অ্যাথলিট। একই সঙ্গে ২০২৪ প্যারিস প্যারালিম্পিকে খেলার যোগ্যতাও অর্জন করেছেন।
মহিলাদের ৪০০ মিটার টি২০ বিভাগে সোনা জিতেছেন দীপ্তি জীবনজি। সময় নিয়েছেন ৫৫.০৭ সেকেন্ড। যা বিশ্বরেকর্ড। এই ইভেন্টে আগের বিশ্বরেকর্ড ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রায়ানা ক্লার্কের। গত বছর প্যারিসে তিনি সময় নিয়েছিলেন ৫৫.১২ সেকেন্ড। তুরস্কের এসিল ওন্ডার ৫৫.১৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন। তৃতীয় স্থানে শেষ করেছেন ইকুয়েডরের লিজানসেলা অ্যাঙ্গুলো। তিনি সময় নিয়েচেন ৫৬.৬৮ সেকেন্ড। এর আগে, রবিবার ৫৬.১৮ সেকেন্ড সময় নিয়ে নতুন এশিয়ান রেকর্ড গড়ে ফাইনালে উঠেছিলেন। দীপ্তি জীবনজি ২০২৩ এশিয়ান প্যারা গেমসে মহিলাদের ৪০০ মিটার টি২০ ইভেন্টে সোনা জিতেছিলেন।
দীপ্তি সোনা জেতার আগে কোবেতে অনুষ্ঠিত বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে পদক এনে দিয়েছেন প্রীতি পাল। মহিলাদের ২০০ মিটার টি৩৫ বিভাগে তিনি ব্রোঞ্জ জিতেছেন। পুরুষদের এফ৫৬ বিভাগে ডিসকাস থ্রোতে রুপো জিতেছেন যোগেশ কাঠুনিয়া। তিনি ছোড়েন ৪১.৮০ মিটার। এছাড়া টি৪৭ হাইজাম্পে রুপো জিতেছেন নিষাদ কুমার। এখনও পর্যন্ত চারটি পদক এসেছে ভারতের ঝুলিতে। একটা সোনা, দুটি রুপো ও একটা ব্রোঞ্জ। আগের সংস্করনে মোট ১০টি পদক পেয়েছিল ভারত।
❤ Support Us