- দে । শ
- মে ১৭, ২০২৩
হেলে যাচ্ছে তুঙ্গনাথ, রিপোর্ট এএসআই এর।যোশিমঠের পর রুদ্রপ্রয়াগেও ভয়াবহ ধসের ইঙ্গিত
ধীরে ধীরে হেলে যাচ্ছে তুঙ্গনাথ। প্রত্নতাত্তিকদের দাবি, গত কয়েক দশকে নিজের অবস্থান থেকে ৬ থেকে ১০ ডিগ্রি বসে গেছে পৃথিবীর সর্বোচ শিব মন্দির। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২,৮০০ ফুট উঁচুতে অবস্থিত ধর্মীয় কাঠামোটিতে কেন ক্ষয় দেখা দিয়েছে, তা নিয়ে অনুসন্ধান করা হবে বলে জানানো হয়েছে।তারপর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মেরামতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে সংরক্ষিত স্মৃতিস্তম্ভ রূপে ঘোষণা করার কাজ সবে শুরু হয়েছে। সে কাজ সম্পন্ন হলে ধর্মস্থানটির গুরুত্ব আরো বৃদ্ধি পাবে, ত্বরান্বিত হবে সংস্কার প্রক্রিয়া।
ভারতীয় প্রস্তন্তত্ত্ব বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, ক্ষয়ক্ষতির প্রকৃত কারণ নির্ণয়ের জন্য আপাতত চেষ্টা চালাবেন তাঁরা। সমগ্র অঞ্চল পরিদর্শন করে এ ব্যাপারে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। যোশিমঠের মতো তুঙ্গনাথেও ভূমিধসের সম্ভাবনা বাতিল করে দেননি। সেক্ষেত্রে, গাহাড়োয়াল হিমালয়ের পার্বত্য উপত্যকায় অবস্থিত রুদ্রপ্রয়াগ ভয়াবহ বিপর্যয়ের সম্মুখে পড়তে পারে। অসংখ্য মানুষের জীবনে নেমে আসতে পারে ঘোড় বিপর্যয়। তাই আগাম বিপদ ঠেকাতে শুরু থেকে সতর্কতা মূলক পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।
ইতিমধ্যে বদ্রী -কেদার মন্দির কমিটিকে এব্যাপারে চিঠি পাঠানো হয়েছে। মন্দির কর্তারাও এ ব্যাপারে আলোচনা করেছেন। প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন কমিটির এক সদস্য। তিনি বলেছেন, মন্দিরকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সবরকমভাবে চেষ্টা চালাবেন তাঁরা। শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
❤ Support Us