শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
অতীতে মুর্শিদাবাদ সিল্কের বিশ্বসফর নিয়ে গর্ব করত বাঙালি। আবার প্রাণ পেয়েছে এ সফর । মুর্শিদাবাদী সিল্কের কাঁচা রসদ তৈরি পোশাক ইউরোপ, আমেরিকা, পশ্চিম এশিয়া ও সেন্ট্রাল এশিয়ায় দেদার পাড়ি দিচ্ছে । বিশ্বের প্রবীণতম রাজরানী রানী এলিজাবেথের তখতে বসার ৭০ বছরে আরও বেশি মর্যাদায় উন্নীত হচ্ছে মুর্শিদাবাদী সিল্ক । রানীর পোশাক আশাক, সিংহাসন ও সেজে উঠবে বাংলার ঐতিহ্যবাহী সিল্কপ্রসূত লেবাসে । ফরাসি বস্ত্রশিল্পী ইসাবেলি মউলিম এখন ভারতে। তিনি বাংলার সিল্ক বিশেষজ্ঞদের সঙ্গে মুর্শিদাবাদের সিল্কের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আলাপ করে খুব খুশি।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34