- দে । শ
- মার্চ ২৭, ২০২৩
ভূস্বর্গে বিস্ময়। প্রস্তুত বিশ্বের উচ্চতম রেলসেতু। আগামী মাস থেকেই শুরু ট্রেন যাত্রা
চিত্র : সংবাদ সংস্থা
বিশ্বের উচ্চতম রেল সেতু চালু হবে কাশ্মীরে। সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। সামনের মাসে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা। চেনাবের ওপর নির্মিত ৩৫৯ মিটার উঁচু খিলানাকৃতি ব্রিজটি দুই প্রান্ত বক্কাল ও কাউরিকে সংযুক্ত করবে। তখন কাতরা থেকে বানহাল যাওয়া অনেক সহজ হবে। উধমপুর-শ্রীনগর-বারামুলা রেলপথের অন্তর্গত প্রকল্পটি বাস্তবায়নে খরচ হয়েছে ৩৫০০০ কোটি টাকা।
দীর্ঘ দু’দশক পর বহু প্রতীক্ষিত চেনাব রেল সেতু চালু হচ্ছে কাশ্মীরে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেতু চালু হওয়ার আগে পরিদর্শনে এসেছিলেন। বলে দুটি বাদে যোগ্যতা নির্ণায়ক সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেতু প্রকল্পটি। বাকি টেস্ট দুটি আগামীকাল হবে। এখনও পর্যন্ত যে পরীক্ষাগুলো করা হয়েছে তা মূলত সেতুর স্থায়ীত্বো নিরাপত্তা সংক্রান্ত। বস্তুত, মূলত এ দুই কারণেই ২০০৪ সালে নির্মাণকার্য শুরু হলেও বার বার বিলম্বিত হয়েছে সেতু নির্মাণ প্রক্রিয়া। তাই সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রে দাবি,প্রস্তুতিতে এবার আর কোনো গাফিলতি রাখতে চাইছেন না।
সেতুর খিলনাকৃতি অংশটি তৈরিতে দীর্ঘ সময় লেগেছিল। ২০২১ সালে তা তৈরির কাজ শুরু হয়েছিল। ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, গত বছরের আগষ্টে তাঁদের কাজ শেষ হয়। বিশাল আকারের দুটো ক্রেন নিয়ে চেনাবের দু তীরে স্থাপন করে অত্যন্ত যত্নের সঙ্গে অর্ধচন্দ্রাকৃতি অংশটি তাঁরা তৈরি করেছেন। ২০১৭ সালের নভেম্বর মাসের মধ্যে সেতুর মূল ভিতটি তৈরির কাজ তারা শেষ করেছিলেন।
রেল মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে , যদি নির্মাণ কাজ সম্পন্ন হয়ে তাহলে এই প্রকল্প অনেকগুলো নজির গড়ে তুলবে। যেমন-এটি এমন এক রেলসেতু যা ১২০ বছর পর্যন্ত টিকে থাকতে পারবে। ২৬০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত বাতাসের গতি সহ্য করবার ক্ষমতা রয়েছে । এছাড়াও এই রেলপথে থাকবে ১২.৭৫ কিমি দৈর্ঘ্যের বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গ।
❤ Support Us