Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ২৭, ২০২২

বয়স ৬৬, ১২৯ সন্তানের বাবা ব্রিটেনের ক্লাইভ।১৫০ শিশুর জনক হতে চান।

আরম্ভ ওয়েব ডেস্ক
বয়স ৬৬,  ১২৯ সন্তানের বাবা ব্রিটেনের ক্লাইভ।১৫০ শিশুর জনক হতে চান।

১২৯ সন্তানের বাবা  ব্রিটেন বাসি ক্লাইভ জোন্স ।  বয়স  ৬৬ বছর। যাঁদের গর্ভে তাঁর সন্তানদের জন্ম হয়েছে তাঁদের কেউই তাঁর স্ত্রী নন। ১০ বছর ধরে বিভিন্ন মহিলাকে  স্পার্ম ডোনেট করেছেন তিনি। শীঘ্রই আরও ৯ সন্তানের জৈবিক পিতা হবেন ক্লাইভ ।  বলেছেন, ১৫০ সন্তানের পিতা হওয়ার পর, স্পার্ম ডোনেট করা ছেড়ে দেবেন ।

নিয়ম অনুসারে, ক্লাইভ আনুষ্ঠানিকভাবে স্পার্ম ডোনার হতে পারেন না, কারণ আমেরিকায় দাতা হওয়ার সর্বোচ্চ বয়স ৪৫ । এ কারণে, স্পার্ম গ্রহণে আগ্রহী মহিলারা ফেসবুকের মাধ্যমে ক্লাইভের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁদের চাহিদা পূরণ করার কথা জানান।  সম্পূর্ণ বিণা মূল্যে এই পরিষেবা দেন ক্লাইভ। জানিয়েছেন, আমার দ্বারা যদি কারের সংসার সুখে আসে, আমি তাতেই সুখী।

যদিও ক্লাইভের এই কর্মকাণ্ডের জন্য তাঁকে সতর্ক করেছে হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োলজি অথরিটি । ক্লাইভ তাঁর ভ্যান থেকে শুক্রাণু দানের কাজ চালান । অথচ প্রশাসনের কঠোর নির্দেশ, যে সব দাতা শুক্রাণু দান করবেন, তাঁরা শুধুমাত্র আমেরিকায় লাইসেন্সপ্রাপ্ত ক্লিনিকের মাধ্যমে তা বিক্রি বা ক্রয় করতে পারবেন। কর্তৃপক্ষ বলছে, ক্লিনিকের পরিচালনার মাধ্যমে দাতা এবং গ্রাহক উভয়কেই স্পার্ম দানের প্রভাব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবহিত করা হয়।

 


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!