- এই মুহূর্তে
- জানুয়ারি ২৭, ২০২২
বয়স ৬৬, ১২৯ সন্তানের বাবা ব্রিটেনের ক্লাইভ।১৫০ শিশুর জনক হতে চান।

১২৯ সন্তানের বাবা ব্রিটেন বাসি ক্লাইভ জোন্স । বয়স ৬৬ বছর। যাঁদের গর্ভে তাঁর সন্তানদের জন্ম হয়েছে তাঁদের কেউই তাঁর স্ত্রী নন। ১০ বছর ধরে বিভিন্ন মহিলাকে স্পার্ম ডোনেট করেছেন তিনি। শীঘ্রই আরও ৯ সন্তানের জৈবিক পিতা হবেন ক্লাইভ । বলেছেন, ১৫০ সন্তানের পিতা হওয়ার পর, স্পার্ম ডোনেট করা ছেড়ে দেবেন ।
নিয়ম অনুসারে, ক্লাইভ আনুষ্ঠানিকভাবে স্পার্ম ডোনার হতে পারেন না, কারণ আমেরিকায় দাতা হওয়ার সর্বোচ্চ বয়স ৪৫ । এ কারণে, স্পার্ম গ্রহণে আগ্রহী মহিলারা ফেসবুকের মাধ্যমে ক্লাইভের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁদের চাহিদা পূরণ করার কথা জানান। সম্পূর্ণ বিণা মূল্যে এই পরিষেবা দেন ক্লাইভ। জানিয়েছেন, আমার দ্বারা যদি কারের সংসার সুখে আসে, আমি তাতেই সুখী।
যদিও ক্লাইভের এই কর্মকাণ্ডের জন্য তাঁকে সতর্ক করেছে হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োলজি অথরিটি । ক্লাইভ তাঁর ভ্যান থেকে শুক্রাণু দানের কাজ চালান । অথচ প্রশাসনের কঠোর নির্দেশ, যে সব দাতা শুক্রাণু দান করবেন, তাঁরা শুধুমাত্র আমেরিকায় লাইসেন্সপ্রাপ্ত ক্লিনিকের মাধ্যমে তা বিক্রি বা ক্রয় করতে পারবেন। কর্তৃপক্ষ বলছে, ক্লিনিকের পরিচালনার মাধ্যমে দাতা এবং গ্রাহক উভয়কেই স্পার্ম দানের প্রভাব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবহিত করা হয়।
❤ Support Us