Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • মার্চ ১৭, ২০২২

নীল চোখের কালো লেমুর জুটির জন্মদিন উদ্‌যাপিত হল ফিলাডেলফিয়া চিড়িয়াখানায়

যুক্তরাষ্ট্রের এই জু কর্তৃপক্ষ টুইটারে জানায়---এবার বয়োজ্যেষ্ঠ লেমুর স্টুয়ার্ট ৩২ বছর আর বারডট ৩০ বছরে পা দিল। বয়োজ্যেষ্ঠ লেমুর দম্পতি স্টুয়ার্ট ও বারডট .

নীল চোখের কালো লেমুর জুটির জন্মদিন উদ্‌যাপিত হল ফিলাডেলফিয়া চিড়িয়াখানায়

বিশ্বের সবচেয়ে বয়স্ক নীল চোখের কালো লেমুর জুটির জন্মদিন উদ্‌যাপন করা হোল যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া চিড়িয়াখানায়। জু কর্তৃপক্ষ জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করে। ফিলাডেলফিয়া চিড়িয়াখানা কর্তৃপক্ষ টুইট করে প্রাণী দুটির জন্মদিন উদ্‌যাপনের কথা জানিয়ে দাবি করেছে নীল চোখের কালো লেমুর প্রজাতির মধ্যে স্টুয়ার্ট ও বারডট বিশ্বের সবচেয়ে বেশি বয়সী। পুরুষ লেমুরটির নাম স্টুয়ার্ট, আর স্ত্রী লেমুরের নাম বারডট। গত সপ্তাহে স্টুয়ার্ট ৩২ ও বারডট ৩০ বছরে পা দেয়।

স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মানুষ ছাড়া আর মাত্র দুটির প্রজাতির মধ্যে সত্যিকারের নীল চোখ দেখা যায়। এর একটি নীল চোখের কালো লেমুর। আর অন্য প্রজাতিটি হলো মাকড়সা বানর। স্টুয়ার্ট-বারডট জুটিকে সঠিকভাবে পরিচর্যা করার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মী ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানায়। নীল চোখের কালো লেমুর লিঙ্গভেদে দুই রঙের হয়ে থাকে । পুরুষ লেমুরের লোমের রং কালো আর স্ত্রীদের তামাটে হয়ে থাকে। বিশ্বে এই প্রজাতির লেমুরকে অতিবিপন্ন হিসেবে মনে করা হয়।

সাধারণত লেমুর আফ্রিকার মাদাগাস্কারের বিভিন্ন বনজঙ্গলে দেখতে পাওয়া যায়। এটি বানর ও পান্ডার মতো গাছে চড়তে জানে। এগুলো তৃণ ও ফলমূল খায়। আকারে ছোট ও দীর্ঘ লেজবিশিষ্ট এই প্রাণী লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে দ্রুত চলাচল করতে পারে। বিভিন্ন প্রজাতির লেমুরের মধ্যে নীল চোখের কালো লেমুরের দৈর্ঘ্য ৩৯ থেকে ৪৫ সেন্টিমিটার ও লেজের দৈর্ঘ্য ৫১ থেকে ৬৫ সেন্টিমিটার হয়ে থাকে। ওজন দেড় থেকে দুই কেজি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!