- দে । শ
- জানুয়ারি ৪, ২০২৪
স্যান্ডউইচে কৃমি, খাদ্যের গুণমান নিয়ে ইন্ডিগোকে কারণ দর্শানোর নোটিশ জারি স্বাস্থ্য মন্ত্রকের
ইন্ডিগো-র ফ্লাইটে পরিবেশিত স্যান্ডউইচে কৃমির থাকার অভিযোগের কয়েকদিন পর, স্বাস্থ্য মন্ত্রক খাদ্য নিরাপত্তার বিষয়ে এই বেসরকারি বিমান পরিবহণ সংস্থাকে কারণ দর্শানোর নোটিশ জারি করে। দিল্লি-মুম্বাইগামী একটি ফ্লাইটে ইন্ডিগোর এক কর্মী তাঁকে পরিবেশন করা স্যান্ডউইচের মধ্যে একটি কৃমি পাওয়া গিয়েছিল বলে একজন মহিলা যাত্রী ২৯ ডিসেম্বর অভিযোগ করেন। এই ঘটনা ওই মহিলা যাত্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়েছিলেন যে তিনি এই বিষয়টি নিয়ে শীঘ্রই ইমেলের মাধ্যমে প্রশাসনিক মহলে অভিযোগ দায়ের করবেন। ইন্ডিগোও স্বাস্থ্য মন্ত্রকের কাছ থেকে এই কারণ দর্শানোর নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে তারা প্রোটোকল অনুসারে এর প্রতিক্রিয়া সংশ্লিষ্ট মন্ত্রকে জানাবে।
বেসরকারী বিমান পরিবহণ সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “ইন্ডিগোর দিল্লি থেকে মুম্বাইগামী ফ্লাইট 6E 6107 এ পরিবেশিত একটি খাবারের সম্পর্কে তারা FSSAI থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছে। প্রোটোকল অনুযায়ী তারা এই নোটিশের জবাব দেব।”
ওই মহিলা যাত্রী ঘটনাটি বর্ণনা করে একটি পোস্ট শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি উল্লেখ করেছিলেন, “আমি এই বিষয়ে কোনও ক্ষতিপূরণ চাই না। স্যান্ডউইচের গুণমান ভালো ছিল না এবং এই বিষয়টি ফ্লাইট অ্যাটেনডেন্টকে আমি আগাম জানানো সত্ত্বেও, ফ্লাইট অ্যাটেনডেন্ট অন্যান্য যাত্রীদের মধ্যে ওই স্যান্ডউইচ পরিবেশন চালিয়ে যান। সেখানে শিশু, বয়স্ক এবং অন্যান্য যাত্রী ছিল, যদি কেউ সংক্রমণে আক্রান্ত হন?” ওই পোস্টে তিনি আরও লেখেন, “আমি নিশ্চয়তা চেয়েছিলাম যে যাত্রীদের স্বাস্থ্য এবং নিরাপত্তা এয়ারলাইনের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে আছে কি না?”
❤ Support Us