শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
নিজেদের প্রথম দুটি ম্যাচেই হারতে হয়েছে দুই দলকে। তৃতীয় ম্যাচে দুই দলের সামনেই ছিল ঘুরে দাঁড়ানোর লড়াই। রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরকে টেক্কা দিয়ে ঘুরে দাঁড়াল গুজরাট জায়ান্টস। মহিলা প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরকে হারাল ১১ রানে। দুরন্ত লড়াই করেও জয় অধরা থেকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০১/৭ রান তোলে গুজরাট জায়ান্টস। জবাবে ২০ ওভারে ১৯০/৬ তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর।
টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন গুজরাট জায়ান্টস অধিনায়ক স্নেহ রানা। তৃতীয় ওভারেই ধাক্কা খায় গুজরাট। সাবনেনি মেঘনা শুরুতেই ফিরে যান। গুজরাটের রান তখন ২২। মেঘনা আউট হলেও ডাঙ্কলের ব্যাটে ঝড় অব্যাহত থাকে। মাত্র ১৮ বলে তিনি ৫০ রান পূর্ণ করেন। মহিলাদের আইপিএলে সবথেকে কম বলে হাফ সেঞ্চুরির রেকর্ড করলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। পঞ্চম ওভারে প্রীতি বোসের বলে ৪টি চার ও ১টি ছক্কাসহ তোলেন ২২ রান। ওই ওভারে ওঠে মোট ২৩।
অষ্টম ওভারে শ্রেয়াঙ্কা পাটিলের শেষ বলে আউট হন ডাঙ্কলে। ২৮ বলে তিনি করেন ৬৫। গুজরাটের রান তখন ৮২। ডাঙ্কলে ফিরে যাওয়ার পর দলকে টানেন হারলিন দেওল। তাঁকে কিছুটা সহায়তা করেন অ্যাশলে গার্ডনার (১৫), হেমলতা (১৬) ও সাদারল্যান্ড (১৪)। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০১ রান তোলে গুজরাট। ইনিংসের শেষ ওভারে আউট হন হারলিন দেওল। ৪৫ বলে তিনি করেন ৬৭। বেঙ্গালুরুর হয়ে শ্রেয়াঙ্কা, হিদার নাইট ২টি করে উইকেট পান।
জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্সের দুই ওপেনার স্মৃতি মানধানা ও সোফিয়ে ডিভাইন। ওপেনিং জুটিতে ওঠে ৫৪। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে আউট হন মানধানা (১৮)। ডিভাইন ও এলিস পেরির জুটি স্বপ্ন দেখাচ্ছিল বেঙ্গালুরুকে। দ্বাদশ ওভারের পঞ্চম বলে পেরিকে (২৫ বলে ৩২) তুলে নিয়ে জুটি ভাঙেন মানসী যোশি। রিচা ঘোষ (১০) এদিনও নিজেকে মেলে ধরতে পারেননি। ডিভাইন ও হিদার নাইট চেষ্টা করেছিলেন দলকে প্রথম জয় এনে দেওয়ার। কিন্তু ডিভাইন (৪৫ বলে ৬৬) আউট হতেই জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় বেঙ্গালুরুর। কাজে আসেনি হিদার নাইটের লড়াই। ১১ বলে ৩০ রান করে তিনি অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ২০ ওভারে তোলে ১৯০/৬। ৩ উইকেট নেন অ্যাশলে গার্ডনার।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34