Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২১, ২০২৩

বেঙ্গালুরুকে ৪ উইকেটে বারিয়ে আবার শীর্ষে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স

আরম্ভ ওয়েব ডেস্ক
বেঙ্গালুরুকে ৪ উইকেটে বারিয়ে আবার শীর্ষে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স

মহিলা প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রাখার জন্য চলছে জোরদার লড়াই। সোমবার দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে শীর্ষস্থান খুইয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৪ উইকেটে হারিয়ে আবার শীর্ষে উঠে এল মু্ম্বই। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১২৫/‌৯ রানের বেশি তুলতে পারেনি রয়্যাল চ্যআলেঞ্জার্স ব্যাঙ্গালোর। জবাবে ১৬.‌৩ ওভারে ১২৯/‌৬ তুলে আবার লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স।
টস জিতে এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে প্রথমে ব্যাট করতে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্স। এদিনও ব্যাটিং বিপর্যয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। তৃতীয় বলেই ধাক্কা। খাতা না খুলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন সোফিয়ে ডিভাইন (‌০)‌। দলকে টানার চেষ্টা করছিলেন অধিনায়ক স্মৃতি মান্ধানা (‌২৫ বলে ২৪)‌। সপ্তম ওভারে তাঁকে তুলে নেন অ্যামিলিয়া কের। হিদার নাইট (‌১৩ বলে ১২)‌, কণিকা আহুজারাও (‌১৩ বলে ১২)‌ বড় রান পাননি। ১৩ বলে ২৯ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ১২৫ রানে পৌঁছে দেন রিচা ঘোষ। শ্রেয়াঙ্কা পাটিল (৪)‌,‌ মেগান শুট (‌২)‌,  দিশা কাসাতরাও (‌২)‌ ব্যর্থ। দুরন্ত বোলিং করে ২২ রানে ৩ উইকেট নেন অ্যামিলিয়া কের। ২টি করে উইকেট নেন ন্যাট স্কিভার ও আইসি ওং। ৩১ রানে ১ উইকেট সাইকা ইশাকের।
জয়ের জন্য ১২৬ সালের লক্ষ্য খুব একটা কঠিন ছিল না মুম্বই ইন্ডিয়ান্সের সামনে। ভাল শুরু করেছিলেন দুই ওপেনার হেইলি ম্যাথিউজ ও যস্তিকা ভাটিয়া। ওপেনিং জুটিতে ওঠে ৫৩ রান। ষষ্ঠ ওভারের শেষ বলে যস্তিকা ভাটিয়াকে তুলে নেন শ্রেয়াঙ্কা পাটিল। ২৬ বলে ৩০ রান করে আউট হন যস্তিকা। এক ওভার পরেই হেইলি ম্যাথিউজকে ফেরান মেগান শুট। ১৭ বলে ২৪ রান করেন হেইলি ম্যাথিউজ। ন্যাট স্কিভার (‌১৩)‌, হরমনপ্রীত  কাউররা (‌২)‌ রান পাননি। ১৮ বলে ১৯ রান করে আউট হন পূজা বস্ত্রকার। ২৭ বলে অপরাজিত ৩১ রান করে মুম্বইকে জয় এনে দেন অ্যামেলিয়া কের। ৫ রানে ২ উইকেট নেন কনিকা আহুজা।


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!