- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৯, ২০২৩
দেশের হয়ে না খেলেই কোটিপতি! মহিলা প্রিমিয়ার লিগের নিলামে চমক বৃন্দা দীনেশের
বেস প্রাইস ছিল ১০ লক্ষ টাকা। আর সেখান থেকে কিনা বিক্রি হলেন ১ কোটি ৩০ লক্ষ টাকায়! মহিলাদের আইপিএলের নিলামে বড় চমক কর্ণাটকের বৃন্দা দীনেশ। ২২ বছরের এই মারকুটে ব্যাটারকে ১ কোটি ৩০ লক্ষ টাকায় কিনে নিল ইউপি ওয়ারিয়র্স। আনক্যাপড ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়লেন বৃন্দা দীনেশ।
এখনও দেশের হয়ে খেলার সুযোগ পাননি বৃন্দা দীনেশ। অথচ তাঁকে নিয়েই কিনা ফ্র্যাঞ্চাইজি গুলির মধ্যে টানাটানি। যেখানে মহাতারকাদের দর কষ্ট করে দেড় কোটিতে ওঠে, সেখানেই কিনা দেশের সিনিয়র দলের হয়ে কোনও ম্যাচ না খেলা বৃন্দার জন্য এত অর্থ খরচ করল ইউপি। গত ২ বছর ধরে কর্ণাটক মহিলা দলের হয়ে ধারাবিহাকভাবে ভাল খেলছেন বৃন্দা। চলতি বছর এমার্জিং এশিয়া কাপে শুরুতে দলে জায়গা পাননি। এস যশশ্রী চোট পাওয়ায় তাঁর পরিবর্ত হিসেবে সুযোগ পান বৃন্দা। এমার্জিং এশিয়া কাপের ফাইনালে বৃন্দা কঠিন পিচ ২৯ বলে ৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। চলতি মরশুমে মহিলাদের সিনিয়র একদিনের প্রতিযোগিতায় ১১ ইনিংসে ৪৭৭ রান করেছিলেন বৃন্দা।
এদিকে, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডকে ২ কোটি টাকায় কিনে চমক দিল দিল্লি ক্যাপিটাল। ২.২৫ কোটি টাকা নিয়ে নিলামে নামে দিল্লি। দল প্রায় তৈরিই ছিল। বাকি দু-একটা স্থান পূৱণ করে নেওয়াই লক্ষ্য ছিল দিল্লির। সেইমতো নিলামের শুরুতেই ঝড় তুলে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডকে ২ কোটি টাকা দিয়ে তুলে নেয় দিল্লি।
অস্ট্রেলিয়ার হয়ে তিন ফর্ম্যাটেই খেলেন অ্যানাবেল। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ২২টি টি২০ ম্যাচ খেলেছেন। করেছেন ৯৭ রান। বল হাতে নিয়েছেন ১০ উইকেট। শুধু টি২০ নয়, দেশের হয়ে একদিনের এবং টেস্টও খেলেছেন অ্যানাবেল। ২০২৩ সালের মহিলা প্রিমিয়ার লিগে গুজরাট টাইটান্স দলে ছিলেন এই অসি মহিলা ক্রিকেটার। চার ম্যাচে ২৮ রান করেছিলেন, নিয়েছিলেন ৪ উইকেট।
❤ Support Us