Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৯, ২০২৪

ব্যাট ও বল হাতে দুরন্ত দীপ্তি, জেতা ম্যাচ নাটকীয়ভাবে হাতছাড়া দিল্লির

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্যাট ও বল হাতে দুরন্ত দীপ্তি, জেতা ম্যাচ নাটকীয়ভাবে হাতছাড়া দিল্লির

মহিলাদের প্রিমিয়ার লিগে জেতা ম্যাচ হাতছাড়া দিল্লি ক্যাপিটালসের। নাটকীয় ম্যাচে ইউপি ওয়ারিয়র্জের কাছে শেষ ওভারে হার ১ রানে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৮/‌৮ রান তুলেছিল ইউপি ওয়ারিয়র্জ। জবাবে ১৯.‌৫ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায় দিল্লি। ইউপি–র জয়ের কারিগর দীপ্তি শর্মা। ব্যাট হাতে ৫৯ রানের পাশপাশি তাংর দুরন্ত হ্যাটট্রিকই দলের জয়ের ভিত গড়ে দেয়। ইউপি–র কাছে হারলেও লিগ টেবিলে অবশ্য শীর্ষেই থেকে গেল মেগ ল্যানিংয়ের দল।

জয়ের জন্য শেষ ওভারে দিল্লি ক্যাপিটালসের দরকার ছিল ১০ রান। হাতে ৩ উইকেট। গ্রেস হ্যারিসের প্রথম বলে ছক্কা হাঁকান রাধা যাদব। পরের বলে নেন ২ রান। তৃতীয় বলে রাধা যাদবের (‌৪ বলে ৯)‌ স্টাম্প ছিটকে দেন গ্রেস হ্যারিস। পরের বলে রান আউট জেস জোনাসেন (‌৫ বলে ১১)‌। ২ বলে জয়ের জন্য দিল্লির দরকার ছিল ২ রান। হাতে ১ উইকেট। পঞ্চম বলে তিতাস সাধুকে (‌০)‌ তুলে নিয়ে দলকে ১ রানে নাটকীয় জয় এনে দেন গ্রেস হ্যারিস।

জয়ের জন্য ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ ওভার শেষে দিল্লির রান ছিল ১১২/‌৩। ১৮ বলে দিল্লির জয়ের জন্য দরকার ছিল ২৭ রান। ম্যাচের যাবতীয় উত্তেজনা তৈরি হয়েছিল ১৮তম ওভার থেকে। প্রথম বলেই জেমাইমা রডরিগেজকে (‌১৫ বলে ১৭)‌ তুলে নেন সাইমা টাকর। ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে ৬ ও ৪ হাঁকিয়ে দিল্লিকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন জেস জোনাসেন। ১৯ তম ওভারে নাটক জমে ওঠে। পরপর ২ বলে সাদারল্যান্ড (‌৬)‌ ও অনুরাধা রেড্ডিকে (‌০)‌ তুলে নেন দীপ্তি শর্মা। চতুর্থ বলে ফেরান শিখা পাণ্ডেকে (‌৪)‌। নিজের আগের ওভারের শেষ বলে মেগ ল্যানিংকে (‌৬০)‌ আউট করেছিলেন। ফলে হ্যাটট্রিক পূর্ণ হয়ে যায় দীপ্তির (‌৪/‌১৯)‌। তাঁর হাতেই তৈরি হয়েছিল ইউপি–র জয়ের ভিত। শেষ ওভারে বাকি কাজটা সারেন গ্রেস হ্যারিস (‌২/‌৮)‌।

এদিন, টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইউপি ওয়ারিয়র্জ। ব্যাটিং ব্যর্থতায় বড় রান তুলতে পারেনি। কিরণ নভগিরে (‌৫)‌ দ্বিতীয় ওভারে ফিরে যাওয়ার পর অ্যালিসা হিলি ও দীপ্তি শর্মা দলকে টেনে নিয়ে যান। ২৯ রান করে আউট হন হিলি। ৪৮ বলে ৫৯ রান করে শেষ ওভারে আউট হন দীপ্তি শর্মা। বাকিরা রান পাননি। দিল্লির হয়এ তিতাস সাধু ও রাধা যাদব ২টি করে উইকেট নেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!