- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৮, ২০২৪
বাংলার সাইকার দুরন্ত বোলিং, মহিলা প্রিমিয়ার লিগে ইউপি–কে হারিয়ে ২ নম্বরে মুম্বই
বাংলার সাইকা ইশাকের হাতে নতুন বল তুলে দিয়েছিলেন মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কাউর। অধিনায়ককে হতাশ করেননি সাইকা। পঞ্চম বলেই বিপক্ষকে ধাক্কা। সাইকার দুরন্ত বোলিংয়ের ওপর ভর করে মহিলাদের প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্জকে ৪২ রানে হারিয়ে প্লে–অফের দিকে আরও একধাপ এগিয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬০/৬ রান তোলে মুম্বই। জবাবে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান তুলতে সমর্থ হয় ইউপি ওয়ারিয়র্জ।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি মুম্বইয়ের। দ্বিতীয় ওভারেই আউট হন হেইলি ম্যাথিউজ (৪)। তাঁকে তুলে নেন চামারি আতাপাট্টু। এক ওভার পরেই যস্তিকা ভাটিয়াকেও (৯) ফিরিয়ে মুম্বইকে চাপে ফেলে দেন। এরপর ন্যাট স্কিভার–ব্রান্ট ও হরমনপ্রীত কাউরের জুটি দলকে টেনে নিয়ে যায়। ৩১ বলে ৪৫ রান করে আউট হন স্কিভার–ব্রান্ট। ৩০ বলে ৩৩ রান করেন হরমনপ্রীত। ২৩ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন অ্যামেলিয়া কের। ১৪ বলে ২২ রান করে অপরাজিত থাকেন সজনা। ইউপি–র হয়ে চামারি আতাপাট্টু ২৭ রানে ২ উইকেট নেন।
জয়ের জন্য ১৬১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ইউপি ওয়ারিয়র্জের। দ্বিতীয় ওভারেই কিরণ নভগিরেকে (৭) তুলে নেন সাইকা ইশাক। চামিরা আতাপাট্টুকে (৩) ফেরান হেইলি ম্যাথিউজ। এরপর গ্রেস হ্যারিসকে (১৫) আউট করে ইউপি–কে বড় ধাক্কা দেন সাইকা। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি ইউপি। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। একা লড়াই করেন দীপ্তি শর্মা। ৩৬ বলে ৫৩ রান করে তিনি অপরাজিত থাকেন। ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন সাইকা ইশাক। দুরন্ত বোলিং করেন সাবনিম ইসমাইল। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ১ উইকেট তুলে নেন তিনি। ৬ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রইল মুম্বই। ৫ ম্যাচে ৮ পেয়ে শীর্ষে দিল্লি।
❤ Support Us