- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৭, ২০২৩
আইপিএলেও আসছে নতুন নিয়ম, ওয়াইড–নো বলেও ডিআরএস
মহিলাদের প্রিমিয়ার লিগের মধ্যমে বৈপ্লবিক পরিবর্তন এসেছে ডিআরএসের নিয়মে। এতদিন এলবিডব্লিউ কিংবা ক্যাচ আউটের ব্যাপারে ডিআরএস নেওয়া যেত। এবার ওয়াইড বা নো বলের সিদ্ধান্তের ক্ষেত্রেও রেফারেল নেওয়ার পথে হাঁটতে পারেন ক্রিকেটাররা। পুরুষদের আইপিএলেও এবার এই নতুন নিয়ম দেখা যাবে।
আইপিএলে ওয়াইড ও নো বলের সিদ্ধান্ত ঘিরে বেশ কয়েকবার বিতর্ক তৈরি হয়েছে। ২০১৯ সালে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস ম্যাচে আম্পায়ারের নো বল দেওয়ার সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত বিতর্ক তৈরি হয়েছিল। পরিস্থিতি এমন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল যে, উত্তেজিত হয়ে মাঠে নেমে গিয়েছিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
বেন স্টোকসের যথেষ্ট উচ্চতায় থাকা ফুল টস বল নো ডেকেছিলেন আম্পায়ার উল্লাস গান্ধে। যদিও তাঁর সেই সিদ্ধান্ত স্কোয়্যার লেগ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড বাতিল করে দেন। এরপর মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। রবীন্দ্র জাদেজা ও মিচেল স্যান্টনার অসন্তোষ প্রকাশ করেন। উত্তেজিত হয়ে ধোনি মাঠে ঢুকে যান। তিনি কথা বলেন আম্পায়ারদের সঙ্গে।
২০২২ আইপিএলেও একই রকম ঘটনা ঘটেছিল। রভম্যান পাওয়েলকে ফুল টস বল করেছিলেন ওবেদ ম্যাককয়। তিনি ছক্কা মেরে আম্পায়ারদের দিকে তাকিয়ে নো বলের জন্য আবেদন জানান। কিন্তু আম্পায়াররা সেই আবেদনে সাড়া দেননি। এরপর ব্যাটাররা আম্পায়ারদের সঙ্গে কথা বলছিলেন। তখন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ প্লেয়ারদের মাঠ ছেড়ে চলে আসতে বলেন। সহকারী কোচ প্রবীণ আমরে মাঠে প্রবেশ করে আম্পায়ারদের সঙ্গে কথা বলেন। এবার আইপিএলে নো ও ওয়াইড বলের রিভিউয়ের নিয়ম চালু হলে সমস্যা মেটে কিনা, সেটাই দেখার। টি২০ ক্রিকেটে ওয়াইড ও নো বলের ক্ষেত্রে ডিআরএস রাখার সিদ্ধান্তকে অবশ্য গত বছর সমর্থন করেননি আইসিসি–র এলিট প্যানেলের প্রাক্তন আম্পায়ার সাইমন টফেল।
❤ Support Us