- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৩, ২০২৪
অলিম্পিকের টিকিট পেলেন আমন সেহরাওয়াত, ব্যর্থ দীপক পুনিয়া

প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পেয়েছেন তরুণ ভারতীয় কুস্তিগীর আমন সেহরাওয়াত। পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে তিনি অংশগ্রহন করেন। আমন একমাত্র কুস্তিগীর যিনি পুরুষদের বিভাগে অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন। ইতিমধ্যেই পাঁচজন মহিলা কুস্তিগীর অলিম্পিকের টিকিট পেয়েছেন। আমন অলিম্পিকের কোটা পেলেও ব্যর্থ হয়েছেন দীপক পুনিয়া, জয়দীপ আহলাওয়াত এবং সুজিত কালকাল।
তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত বিশ্ব অলিম্পিক কোয়ালিফায়ারে পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে ফাইনালে ওঠআর সঙ্গে সঙ্গে ২০২৪ প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করেন আমন সেহরাওয়াত। সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদকজয়ী ও অনূর্ধ্ব ২৩ বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের এই তরুণ কুস্তিগীর সেমিফাইনালে ১২–২ ব্যবধানে হারান উত্তর কোরিয়ার চেওং সাং হানকে।
এদিকে ৮৬ কেজি বিভাগে দীপক পুনিয়া অলিম্পিক কোটা মিস করেছেন। এশিয়ান গেমসের রুপো জয়ী দীপক প্রথম রাউন্ডে চীনের জুশেন লিনের বিরুদ্ধে প্রথম বাউটে ৩–০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু লিড ধরে রাখতে পারেননি। শেষ পর্যন্ত ৬–৪ ব্যবধানে হেরে যান। ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ পদকের ম্যাচে সুজিত কালকাল আমেরিকান জেন অ্যালেন রেদারফোর্ডের কাছে হেরে প্যারিসের টিকিট হাতছাড়া করেছেন। অন্যদিকে, ৭৪ কেজি রিপেচেজ রাউন্ডে তুর্কমেনিস্তানের আরসলান আমানমিরাদভের কাছে হেরেছেন জয়দীপ।
এখনও পর্যন্ত ৬ জন ভারতীয় কুস্তিগীর প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন। এদের মধ্যে ৫ জন মহিলা। এই প্রথম ভারতের পাঁচজন মহিলা কুস্তিগীর একসঙ্গে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করল।
❤ Support Us