- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৬, ২০২৪
ডোপ পরীক্ষায় নমুনা দিতে অস্বীকার, বজরংকে নির্বাসিত করল নাডা

বিজেপি–র বিরুদ্ধে গর্জে ওঠার খেসারত দিতে হচ্ছে কি বজরং পুনিয়াকে? প্রশ্নটা উঠতে শুরু করেছে। সময়টা ভাল যাচ্ছে অলিম্পিকে পদকজয়ী এই কুস্তিগীরের। মাসখানেক আগে অলিম্পিকের বাছাই পর্বের ট্রায়ালে রোহিত কুমারের কাছে হেরে প্যারিসের টিকিট পাননি। এবার জাতীয় ডোপবিরোধী সংস্থা নাডার নির্বাসনের কবলে পড়তে হল বজরং পুনিয়াকে। মার্চ মাসে সোনপথে অলিম্পিক ট্রায়ালের সময় ডোপ পরীক্ষার জন্য মূত্রের নমুনা না দেওয়ায় তাঁকে সাময়িকভাবে নির্বাসিত করেছে নাডা। বজরং অবশ্য অন্যরকম দাবি করেছেন।
মার্চ মাসে সোনপথে চলছিল প্যারিস অলিম্পিকের জন্য ট্রায়াল। ১০ মার্চ ৬৫ কেজি ফ্রিস্টাইলে রোহিত কুমারের কাছে হেরে যান বজরং। রোহিতের কাছে হারের পর হতাশায় দ্রুত ট্রায়ালের জায়গা ছেড়ে চলে যান। ডোপ পরীক্ষার জন্য মূত্রের নমুনা চাওয়া হলে দিতে অস্বীকার করেছিলেন বজরং। নাডার পক্ষ থেকে বিষয়টি জানানো হয় বিশ্ব ডোপবিরোধী সংস্থা ওয়াডাকে। এরপরই নাডার কাছে ওয়াডা জানতে চেয়েছিল কেন বজরং মূত্রের নমুনা দেননি। ওয়াডার সঙ্গে আলোচনার পর বজরংকে নোটিশ পাটিয়েছে।
কেন তিনি ডোপ পরীক্ষার জন্য মূত্রের নমুনা দেননি, এই ব্যাপারে ৭ মে–র মধ্যে বজরংকে কারণ দর্শাতে হবে। তাঁর জবাব পাওয়ার পরই পরবর্তী শুনানি হবে। শুনানি শেষ না হওয়া পর্যন্ত নির্বাসিত থাকবেন বজরং। এই সময় তিনি কোনও প্রতিযোগিতা কিংবা ট্রায়ালে অংশ নিতে পারবেন না। শুনানি চলাকালীন প্যারিস অলিম্পিকের ট্রায়াল থাকলে সেখানও নামতে পারবেন না টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বজরং পুনিয়া।
বজরং অবশ্য দাবি করেছেন, তিনি নাডাকে মূত্রের নমুনা দিতে অস্বীকার করেননি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন,‘আমি নাডাকে নমুনা দিতে অস্বীকার করিনি। মেয়াদ উত্তীর্ণ কিট নিয়ে মূত্রের নমুনা সংগ্রহ করতে এসেছিল। কেন মেয়াদ উত্তীর্ণ কিট নিয়ে আসা হয়েছিল, আমি তার কারণ জানতে চেয়েছিলাম। আমাকে জানানো হয়নি। নির্বাসনের বিষয়টা নিয়ে আমার আইনজীবী জবাব দেবে।’
❤ Support Us