- এই মুহূর্তে দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১০, ২০২৩
১৫ জুন পর্যন্ত সরকারকে সময় বজরংয়ের, এশিয়ান গেমস বয়কটের হুঁশিয়ারি সাক্ষীর

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকের পর ১৫ দিনের জন্য আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচী স্থগিত রাখার কথা ঘোষণা করেন কুস্তিগিররা। আন্দোলন স্থগিত রাখলেও তাঁদের লড়াই যে থামবে না তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন কুস্তিগিররা। ১৫ জুন পর্যন্ত সরকারকে সময় দিয়েছেন তাঁরা। এর মধ্যে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হলে আবার আন্দোলন শুরু করবেন কুস্তিগিররা। এমনই হুঁশিয়ারি দিয়েছেন বজরং পুনিয়া।
শনিবার সোনিপতের ছোটুরাম ধর্মশালায় কুস্তিগীরদের সমর্থনে মহাপঞ্চায়েত আয়োজিত হয়। এই মহাপঞ্চায়েতে নেতৃত্ব দিয়েছেন কৃষকরা। মহাপঞ্চায়েতে হাজির থেকে বজরং পুনিয়া বলেন, ‘জানুয়ারিতে ধরনার প্রথম দিনই সেখানে এসেছিলেন ব্রিজভূষণ শরণ সিং। আপস করার জন্যই সেখানে হাজির হয়েছিলেন তিনি। আমরা রাজনীতি করছি না। এটা বোন–মেয়েদের লড়াই। পঞ্চায়েত সরকারকে ১৫ জুন পর্যন্ত সময় দিয়েছে। এর মধ্যে যদি সরকার এই ব্যাপারে কোনও কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে আবার আন্দোলন শুরু করা হবে।’ কুস্তিগীর বজরং পুনিয়ার এই হুঁশিয়ারির পর ফের একবার যন্তর মন্তরে কৃষক ও কুস্তিগিরদের জমায়েতের সম্ভাবনা রয়েছে।
এদিকে, আবার সুর চড়িয়েছেন প্রতিবাদী কুস্তিগির সাক্ষী মালিক। সুবিচার না পেলে এশিয়ান গেমস বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার সাক্ষী বলেন, ‘আমাদের সমস্যার সমাধান হলে তবেই আমরা এশিয়ান গেমসে অংশ নেব। আমরা কী মানসিক অবস্থার মধ্যে রয়েছি, কেউ বুঝবেন না।’
❤ Support Us