- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ১, ২০২৪
ট্রায়ালে স্থগিতাদেশ চেয়ে আদালতে বজরংরা
এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক কোয়ালিফায়ার প্রতিযোগিতায় ভারতীয় দল নির্বাচনের জন্য ট্রায়ালের ব্যবস্থা করেছে ভারতীয় কুস্তি ফেডারেশন। বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকদের ট্রায়ালে অংশ নেওয়ার জন্য ডাকা হয়েছে। কিন্তু ট্রায়ালে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বজরং পুনিয়ারা। ভারতীয় কুস্তি ফেডারেশনের ডাকা ট্রায়ালের ওপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন প্রতিবাদী কুস্তিগীররা। আজ সেই মামলার শুনানি হবে।
আগামী মাসে কিরঘিজস্তানে অনুষ্ঠিত হবে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতা থেকেই প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করবেন কুস্তিগীররা। প্রতিযোগিতায় দল নির্বাচনের জন্য ট্রায়ালের ব্যবস্থা করেছে ভারতীয় কুস্তি ফেডারেশন। বজরং বুনিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি ট্রায়ালে অংশগ্রহণ করবেন না। তাঁর প্রশ্ন, নির্বাসনে থাকা ভারতীয় কুস্তি ফেডারেশন কীভাবে ট্রায়াল পরিচালনা করছে। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ভারতীয় কুস্তি সংস্থার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিলেও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এখনও নির্বাসন তুলে নেয়নি।
বজরং বলেন, ‘সরকার দ্বারা নির্বাচিত একটা ক্রীড়া সংস্থা কীভাবে বিজ্ঞপ্তি জারি করে ট্রায়ালের ব্যবস্থা করে? যদি সরকারের গড়ে দেওয়া অ্যাড হক কমিটি কিংবা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এই ট্রায়ালের ব্যবস্থা করত, তাহলে অবশ্যই অংশ নিতাম। ট্রায়আলে অংশ নেওয়ার জন্য যে লক্ষ লক্ষ টাকা প্রশিক্ষণের পেছনে খরচ করছেন, সেকথাও জানিয়েছেন বজরং পুনিয়া। বজরংয়ের পাশাপাশি সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরাও ট্রায়ালে অংশগ্রহণ না করার কথা জানিয়েছেন।
❤ Support Us