- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২০, ২০২৪
দেরিতে পৌঁছনোয় বাতিল দীপক–সুজিত, এশিয়ান অলিম্পিক বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন আমান

দীপক পুনিয়া ও সুজিত কালকাল প্রতিযোগিতায় অংশগ্রহনের অনুমোদন না পাওয়ায় অলিম্পিক কোটার জন্য ভারত তাকিয়েছিল আমান শেহরাওয়াতের দিকে। কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ এই ভারতীয় কুস্তিগীর। পুরুষদের ৫৭ কেজি বিভাগে উজবেকিস্তানের গুলোমজন আবদুল্লায়েভের কাছে হেরে অলিম্পিকের কোটার লড়াই থেকে ছিটকে গেলেন।
বন্যার জন্য দুবাই বিমানবন্দরে আটকে পড়ায় কিরঘিজস্তানের বিশকেকে চলমান এশিয়ান অলিম্পিক বাছাইপর্বের প্রতিযোগিতায় সময়মতো পৌঁছতে পারেননি দীপক পুনিয়া এবং সুজিত কালকাল। শুক্রবার সকালে এই দুই কুস্তিগীর যখন বিশকেকে পৌঁছন, তখন অন্যান্য কুস্তিগীরদের ওজন পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। দীপক ও সুজিত তাঁদের সমস্যার কথা আয়োজকদের জানান। তা সত্ত্বেও আয়োজকরা দীপক এবং সুজিতকে প্রতিযোগিতায় নামার অনুমোদন দেয়নি। ফলে পুরুষ বিভাগে ভারতের একমাত্র আশা ছিলেন আমান শেরওয়াত।
২০২৩ সালের এশিয়ান চ্যাম্পিয়ন, আমান একমাত্র ভারতীয় যিনি কোয়ার্টার ফাইনাল পর্ব পার করেছিলেন। ২০ বছর বয়সী এই ভারতীয় কুস্তিগীর প্রথম বাউটে কাজাখস্তানের ইয়েরাসিল মুখতারুলিকে ১০–০ ব্যবধানে পরাজিত করেন। পরের রাউন্ডে তিনি ১১–১ হারান দক্ষিণ কোরিয়ার সুঙ্গওয়ান কিমকে। সেমিফাইনালে অবশ্য শেষরক্ষা হয়েনি। ২ মিনিট ১৭ সেকেন্ডেই আমানের বিরুদ্ধে জয় তুলে নিয়ে প্যারিসের কোটা নিশ্চিত করেন গুলোমজন আবদুল্লায়েভ।
যদিও ভারতের এই তিন কুস্তিগীরের এখনও অলিম্পিকের আশা শেষ হয়নি। পরের মাসে বিশ্ব বাছাইপর্ব চলাকালীন প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য আরও একটা সুযোগ থাকবে দীপক ও সুজিতের। পুরুষদের ফ্রিস্টাইল বাউট দিয়ে ভারতের যোগ্যতা অভিযান শুরু হবে। দীপক পুনিয়ার অনুপস্থিতিতে, তরুণ কুস্তিগীর আমান শেহরাওয়াত ৫৭ কেজি বিভাগে পুরুষদের দলকে নেতৃত্ব দেবেন।
❤ Support Us