Advertisement
  • এই মুহূর্তে দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৫, ২০২৩

অমিত সাক্ষাতে আশাহত কুস্তিগিররা। সভা ছেড়ে বেরিয়ে বললেন, ন্যায়ের দাবিতে লড়াই অব্যাহত থাকবে

আরম্ভ ওয়েব ডেস্ক
অমিত সাক্ষাতে আশাহত কুস্তিগিররা। সভা ছেড়ে বেরিয়ে বললেন, ন্যায়ের দাবিতে লড়াই অব্যাহত থাকবে

প্রতিবাদী কুস্তিগিররা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে যে প্রতিক্রিয়া আশা করেছিলেন তা পাননি। তাই তাঁরা বৈঠক থেকে বেরিয়ে আসেন।শনিবার এই বৈঠক ছিল। সাক্ষী মালিকের স্বামী সত্যবত কাদিয়ান এই বিষয়ে জানান শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কুস্তিগীরদের বৈঠকে তাঁরা “স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে যে প্রতিক্রিয়া চেয়েছিলেন সেটা পাননি।”

শনিবার গভীর রাতে দিল্লিতে অমিত শাহের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়, কুস্তিগীররা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) প্রধান ব্রিজ ভূষণের গ্রেপ্তারের দাবি বৈঠকে উত্থাপন করে। বৈঠক শেষে কাদিয়ান জানান, “স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ব্রিজভূষণের গ্রেফতারির বিষয়ে আমরা যে প্রতিক্রিয়া চেয়েছিলাম তা আমরা পাইনি,  তাই আমরা সভা থেকে বেরিয়ে এসেছি। আমরা প্রতিবাদের ভবিষ্যত পন্থা কি হবে  তার জন্য এখন আমাদের কৌশল তৈরি করছি। আমরা এই লড়াইয়ে পিছপা হব না।”

প্রতিবাদী কুস্তিগীররা হরিদ্বারে গঙ্গায় তাঁদের পদক ভাসিয়ে দিতে যাওয়ার কয়েকদিন পর সারকাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁদের এই সভা অনুষ্ঠিত হয়।  কৃষক নেতা নরেশ টিকাইত হরিদ্বারে পর্দক ভাসিয়ে দিতে নিষেধ করেন এবং পদকগুলি নিজের কাছে জমা রাখেন। তাদের ওই দিন দাবি ছিল ৯ জুনের আগে বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেপ্তারের করতে হবে, সরকারের কাছে আন্দোলনরত কুস্তিগিররা এই সময়সীমা বেঁধে দিয়েছিলেন।

কুস্তিগীররা অমিত শাহের সঙ্গে দেখা করার আগে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গেও দেখা করেছিলেন। অনুরাগ ঠাকুর “তাদের অভিযোগের সুষ্ঠু তদন্তের” প্রতিশ্রুতি দিয়েছেন।

কুস্তিগীররা ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে প্রতিবাদ জারি রেখেছেন। তাঁদের অভিযোগ  যে ব্রিজভূষণ একজন নাবালিকা সহ মহিলা কুস্তিগীরের উপর যৌন হয়রানি করেছেন। এখনও পর্যন্ত, ব্রিজ ভূষণের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করা হয়েছে, এবং তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে। তবে প্রশাসন ব্রিজভূষণের বিরুদ্ধে “তদন্ত” চলছে বলে গ্রেফতারির বাবস্থা করেনি বা পদচ্যুত করেনি, অথচ প্রতিবাদী কুস্তিগিরদের মূল দাবি এটাই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!